মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের মানুষের শেকড়ের টানে নিরন্তর ছুটে চলা, স্বার্থ ও অধিকার রক্ষার জেলার সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘আমরা কক্সবাজারবাসী’ এর মেগা মিলনমেলা ও পিকনিক শনিবার ১৯ ফেব্রুয়ারী সাগরপাড়ের সুগন্ধা পয়েন্টে অরণ্য বেষ্টিত ফ্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে-তে অনুষ্ঠিত হবে।
মিলনমেলায় অংশ নিতে ইতিমধ্যে প্রায় অর্ধ সহস্র কক্সবাজারের স্থানীয় নাগরিক, সদস্য, বিশিষ্টজন রেজিষ্ট্রেশন করেছেন। মিলনমেলায় প্রায় ৬ শত মানুষের জন্য খাওয়া-দাওয়া’র আয়োজন ও অন্যান্য আকর্ষনীয় কর্মসূচী ও ইভেন্ট রয়েছে বলে জানিয়েছেন-সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, কেন্দ্রীয় সংগঠনের আওতাধীন বিভিন্ন উপজেলা শাখা, ইউনিট শাখার সদস্যগণও এই বিশাল মিলনমেলায় অংশ নেবেন। তিনি আরো জানান, মিলনমেলা ও পিকনিক উপলক্ষে উৎসবের আমেজ তৈরি হয়েছে-সমুদ্র সৈকতের বালুকাবেলা প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে সহ সংলগ্ন পুরো এলাকা জুড়ে।
শনিবার সকাল ১০ টায় শুরু হয়ে দিনব্যাপী এ মিলনমেলা ও পিকনিক এর অনুষ্ঠানমালাতে সকাল ১০টায় সম্মানিত অতিথি ও অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন, সকাল ১১ টায় আলোচনা সভা, দুপুর ১২ টায় সম্মামনা প্রদান, বেলা ১ টায় মধ্যাহ্নভোজ, বিকেল ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল ৫ টায় র্যাফেল ড্র সহ কক্সবাজার ও কক্সবাজারবাসীর সামগ্রিক স্বার্থ রক্ষামূলক বিভিন্ন কর্মসূচী রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক মহসীন শেখ। তিনি আরো জানান, মেগা মিলনমেলা ও পিকনিক সফল করতে, সকল ইভেন্টকে প্রাণোচ্ছল, উপভোগ্য ও নান্দনিক করতে প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে-তে প্রায় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবকেরা নিজ নিজ দায়িত্ব বুঝে নিয়েছেন।
রেজিষ্ট্রেশন করা সদস্য ও আমন্ত্রিত সকল নাগরিককে মিলনমেলা ও পিকনিক সফল করতে শনিবার সকাল ৯ টায় পিকনিক স্পটে যেতে অনুরোধ জানিয়েছেন-আমরা কক্সবাজারবাসী’র সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ। তিনি আরো জানান, মিলনমেলায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ (এলডিএমসি-পিএসসি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি দিয়েছেন।
এদিকে, "আমরা কক্সবাজারবাসী" সংগঠনের শনিবার অনুষ্ঠিতব্য মিলনমেলার মনোমুগ্ধকর প্রায় সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন-প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে এর এমডি জাবেদ ইকবাল। আমরা কক্সবাজারবাসী'র ব্যতিক্রমী মেগা মিলানমেলার স্থান হিসাবে প্যাসিফিক বীচ লাউঞ্জ ক্যাফে-কে নির্ধারন করায় তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩০ জানুয়ারিও আমরা কক্সবাজারবাসী'র মিলনমেলা দরিয়ানগরের বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছিলো।