আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং ২২নং ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও ৬১রাউন্ড তাজা গুলিসহ
দূর্ধর্ষ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ওই এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,একই ক্যাম্পের ব্লক-সি/০৪,ঘর-২১৫এফসিএন-২৪৯৩৮৩বাসিন্দা মৃত দিল মোহাম্মদের ছেলে মোঃশফিক প্রকাশ হাফেজ শফিক(২৬),
ব্লক-ডি/০৪,ঘর-৭৪৭এফসিএন-২৩৭৬৪০বাসিন্দা মোঃ কালা মিয়ার ছেলে আমান উল্লাহ(২৬) ও ব্লক-বি/০১,ঘর-৪৮,এফসিএন-২৪৪৪৫৭বাসিন্দা-মৃত সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ(৫১)।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং উনচিপ্রাং ২২নং ক্যাম্পের সি-ব্লক এলাকায় অভিযান চালানো হয়।এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দূর্ধর্ষ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়।ধৃতদের হেফাজতে থাকা একটি বিদেশি নাইন এমএম পিস্তল,একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এলজি ও ৬১রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,তারা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য ও ক্যাম্প এলাকায় মাদক কারবারি,অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।