এস.এম. জুবাইদ,পেকুয়া (কক্সবাজার):

কনকনে শীতে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম শাহাব উদ্দিন ফরায়জী স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত দিবা-রাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ১৮ ফেব্রুয়ারী রাত ৯ টায় উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনে হাজারো দর্শকদের উপস্থিতিতে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম চৌধুরী।

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন টইটং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজ্বী শাহাব উদ্দিন সিকদার, এমইউপি মনজুর আলম,ফয়সাল আকবর সিকদার, কায়সার মুহাম্মদ ইলিয়াস, টইটং ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিসকাতুর রহমান,আবুল কালাম আজাদ প্রমুখ।

এ টুর্নামেন্টে অংশগ্রহণ করা আটটি টিমের মধ্যে উদ্বোধনী ম্যাচে অংশ নেন পেকুয়া ক্রিকেট দল বনাম বাঁশখালী ক্রিকেট দল। কনকনে শীতে টানটান উত্তেজনা চলা ১২ ওভারের খেলায় প্রথম ব্যাটিং করে ৯৬ রান অর্জন করে পেকুয়া ক্রিকেট দল। জবাবে ৯৯ রান করে বিজয় নিশ্চিত করেন বাঁশখালী ক্রিকেট দল।