শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় এক বিধবা নারীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বিধবাসহ দুইছেলে জোবাইর ও মোঃ জাহেদের পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারী ) সকাল ৯টার সময় বড়ঘোপ ইউনিয়নের মনোহরখালী ওয়াইদ্দার পাড়া এলাকার মৃত মনজুর আলমের স্ত্রী লুলু আরা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বিধবা লুলু আরা বেগম জানান,রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আমার জমানো ৬ ভরি স্বর্ন অলংকার আসবাপত্র কাপড় চোপড়সহ ৪,০০,০০০ (চার লক্ষ) টাকা, জোবাইরের ২ ভরি স্বর্ন অলংকার নগদ ১,২০,০০০( এক লক্ষ বিশ হাজার) টাকা,আসবাপত্র কাপড় চোপড়সহ ২, ৯০,০০০ ( দুই লক্ষ নব্বই হাজার) টাকা,এবং জাহেদের ৫ ভরি স্বর্ন অলংকার নগদ টাকা ৫০০০টাকা আসবাপত্র কাপড় চোপড়সহ ৪,০০,০০০ ( চার লক্ষ) টাকা বাড়ির দলিলপত্র থেকে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।
এবিষয়ে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, আমি এবং সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ক্ষতিগ্রস্তর বাড়ি পরিদর্শন করেছি। সে একজন গরিব বিধবা নারী তাকে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা,খাদ্যদ্রব্য, শীতের কম্বল প্রদান করা হয়েছে বলে জানান তিনি।