মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া জনগনের সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা নিরসন প্রকল্পের আওতায় সোস্যাল হ্যাকাতন -২২ এর ধারণা বাস্তবায়নের লক্ষ্যে লালিত স্বপ্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারী বিকাল ৩ টার সময় ঢেমুশিয়া “লালিত স্বপ্ন” আদর্শ পাঠাগার উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিল সংগঠনে সকল স্বেচ্ছাসেবক এবং পাঠক বৃন্দ।
সংগঠণের প্রতিষ্টাতা আবুল কাশেম’র কাছ থেকে জানতে চাইলে বলেন, সমাজ থেকে উগ্রবাদ ও সহিংসতা, লিঙ্গভিত্তিক সহিংসতা নিরসন এবং ধর্মীয় সম্পৃতি ফিরিয়ের আনার জন্য এ পাঠাগার স্থাপন করা হয়।সংগঠণের স্বেচ্ছাসেবকেরা চায় তরুণ সমাজ যে অবসর সময় কাঠায় সে অবসর সময় যেন তারা বই পড়ে কাঠাতে পারে। এতে করে তারা উগ্রবাদ ও সহিংসতার সাথে জড়াবে না এবং তাদের মধ্যে মুক্ত বুদ্ধির চিন্তা উদয় হবে যার জন্য তাদের মধ্যে ধর্মীয় সম্পৃতি ফিরে আসবে। পাঠাগারের উদ্বোধন লগ্নে তারা পাঠক সৃষ্টির লক্ষে তারা পাঠকের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছে বই।
এতে সহযোগিতা করেছে ইপসা -সিভিক কনসোর্টিয়াম এবং উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করতেছে বেসরকারি এনজিও নোঙর।