নেটমাধ্যমে সম্প্রতি একটি দৃষ্টিভ্রমের ছবি ভাইরাল হয়েছে। সাদাকালো সেই গোল ছবির পিছনে কয়েকটি সংখ্যা লুকিয়ে রয়েছে। বিনোনওয়াইন নামে এক টুইটার গ্রাহক এই ধাঁধাটি শেয়ার করছেন।

ছবিটি শেয়ার করার পর প্রশ্ন করেছেন, ‘এর মধ্যে কোনও সংখ্যা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পান, তা হলে সেই সংখ্যা কত বলতে পারবেন?’

টুইটার গ্রাহকের এই ছবি নিয়ে নেটাগরিকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। সংখ্যার খেলা নিয়ে মেতেছেন তাঁরা। ছবিটিতে ভাল করে খেয়াল করলে প্রথমেই যে সংখ্যা নজরে আসবে, তা হল ৫২৮। তা দেখেই হয়তো আপনি সহজে বলে দেবেন এই তিনটে সংখ্যা রয়েছে।

দাঁড়ান। একেই বলে দৃষ্টিভ্রম। ওই তিনটে সংখ্যা নয়। আরও সংখ্যা আছে। সেগুলি তা হলে কী?

এক টুইটার গ্রাহক বলেছেন, ‘১৫২৮৩।’ আবার আরও এক জন বলেছেন, ‘৪৫২৮৩।’ অন্য এক জন বলেছেন, ‘৩৪৫২৮৩৯’। আপনার চোখে কোন সংখ্যাগুলি ধরা পড়ছে, দেখুন তো। -আনন্দবাজার