সংবাদ বিজ্ঞপ্তি
পর্যটন ভাতা প্রবর্তন ও নতুন পে-কমিশন গঠনের দাবি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিআইডব্লিউটিএর পরিদর্শন বাংলোয় সংগঠনটির কার্যকারী কমিটির সভায় নতুন পে-কমিশন গঠন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুণর্বহাল, বেতন ও পদের বৈশম্য দূরিকরণের পাশাপাশি ইতোমধ্যে গেজেট হওয়া কক্সবাজার শহরকে ব্যয়বহুল ভাতা কার্যকর করা এবং পর্যটন ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ বিষয়ে খুব দ্রুতই জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়েছে।
কার্যকরী কমিটির কর্মচারী সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার কর্মচারী ফেডারেশনের সভাপতি মো: ইদ্রিস আলী।
সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সাধারণ সম্পাদক বাতেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।