মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে, বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে চাঞ্চল্যকর মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় প্রদান করেছি।
শনিবার ১৯ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজে প্রধান অতিথি'র বক্তব্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সিনহা হত্যা রায় প্রসঙ্গে দৃঢ়তার সাথে একথা বলেন।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আরো বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ, বাদীপক্ষ ও আসামী পক্ষকে সর্বোচ্চ আইনানুগ প্রক্রিয়ায় তাদের চাহিত সময়, সুযোগ সুবিধা দিয়েছি। সকল পক্ষকে আইনের সমান চোখে দেখেছি। সিনহা হত্যার সার্বিক বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও সাবলীলভাবে পরিচালনা করেছি। বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল বলেন, সিনহা হত্যার রায়ের মাধ্যমে কক্সবাজার জেলা বিচার বিভাগের ভাবমূর্তি সমুজ্জ্বল হয়েছে। জাতীয়ভাবে সামগ্রিক বিচার বিভাগের উপর গণমানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। এ মামলার রায় দেশের বিচার ব্যবস্থার উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। যা কক্সবাজার বিচার বিভাগের জন্য একটা বিশাল অর্জন।
জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আরো বলেন, কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও কক্সবাজারে বিচারব্যবস্থাকে নিয়মিত সচল রাখার চেষ্টা করা হয়েছে। করোনাকালে বিজ্ঞ বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্ট সকলে ঝুঁকি নিয়ে কাজ করছেন। বিচারপ্রার্থীদের সেবা দিয়েছেন।
অভিজ্ঞ, যোগ্য ও বলিষ্ঠ বিচারিক ক্ষমতাসম্পন্ন দায়িত্বশীল ও দূরদর্শী বিচারক হিসাবে বিচারপতি হাসান ফয়েজ ছিদ্দিকী-কে দেশের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়ায় তাঁর নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থা আরো গতিশীল, আধুনিক হবে বলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের প্রতি কৃতজ্ঞতা জানান।
কক্সবাজার জেলার বিচার বিভাগকে একটি মডেল বিচার বিভাগ হিসাবে তুলতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আইনজীবী, বিচারক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমাদের সমস্ত কর্মঘন্টা যথাযথভাবে কাজে লাগাতে হবে। বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও মামলার জট কমিয়ে আনতে হবে। তিনি বলেন, ক্রীড়া, সংস্কৃতি মনকে প্রফুল্ল রাখে, দেহকে সুস্থ রাখে। আইনজীবীদের পেশার দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সময় দেওয়ায় তিনি আইনজীবীদের ধন্যবাদ জানান।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, স্বনামধন্য আইনজীবী এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী'র সভাপতিত্বে সফল সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ এর সঞ্চালনায় শনিবার সকাল ১০ টায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়ে সভা একটানা রাত সাড়ে ৮ টা পর্যন্ত চলে। সাধারণ সভার শুরুতে সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ তাঁর লিখিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় নিরীক্ষা কমিটি তাঁদের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন। বার্ষিক সাধারণ সভায় সমিতির অর্ধ শতাধিক আইনজীবী বক্তব্য রাখেন।
এরপর রাত পৌনে ৯ টায় শুরু হয় বার্ষিক নৈশভোজ। নৈশভোজে প্রায় এক হাজার আইনজীবী, জেলা জজশীপ ও চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেসীর বিচারকবৃন্দ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, উর্ধতন কর্মকর্তা সহ প্রায় এক হাজার ৬০০ জন ব্যক্তি নৈশ ভোজে অংশ নেন। ব্যাপক আয়োজনের এ নৈশভোজের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-সমিতির আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট নুরু রশিদ।
শনিবার রাত ১০ টায় শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমিতির পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এবং ক্রীড়া উপ কমিটির আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন, এডভোকেট ইনসাফুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যান্যনের মধ্যে উপস্থিত ছিলেন-বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, যুগ্ম জেলা ও দায়রা জজ-২ মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রাসাদ চাকমা, সিনিয়র সহকারী জজ সায়মা আফরিন হিমা, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা, হামিমুন তানজিন, আখতার জাবেদ, মোঃ এহসানুল ইসলাম, আসাদ উদ্দিন মো: আসিফ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সমিতির সাবেক সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, পিপি এডভোকেট ফরিদুল আলম, প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্তমান নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট এরশাদুল্লাহ সিকদার, সহ সাধারণ সম্পাদক (হিসাব) এডভোকেট নুরুল আজিম, সদস্য এডভোকেট রাবেয়া বেগম, এডভোকেট মোহাম্মদ আবুল আলা, এডভোকেট বেদারুল আলম, এডভোকেট নুরুল মোর্শেদ আমিন, এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, মোহাম্মদ ইসহাক-১, এডভোকেট সব্বির আহমদ, সফা বিনতে আবদুল্লাহ (ছবাহ), এডভোকেট একরামুল হুদা অনুষ্ঠানমালায় অংশ নেন।
শনিবার রাত সাড়ে ১০ টায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত একটা পর্যন্ত চলে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট একরামুল হুদা।
বার্ষিক সাধারণ সভা, নৈশভোজ, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সমিতির গৃহীত সকল অনুষ্ঠানমালা সুষ্ঠু, সুন্দর উপভোগ্য করায়, সকলে অংশ নিয়ে সফল করায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তিনবারের সভাপতি, সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল কালাম ছিদ্দিকী এবং তিন বারের সাধারণ সম্পাদক, বর্ষীয়ান আইনজীবী এডভোকেট (প্রফেসর) নুর আহমদ তনয় এডভোকেট জিয়া উদ্দিন আহমদ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।