শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ঐতিহ্যবাহী অমজাখালী ফকিরা মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করার ঘটনা ঘটেছে।
রবিবার (২০ ফেব্রুয়ারী) রাত আনুমানিক ৩টায়
তাহাজ্জুদ নামাজ পড়তে আসা এক মুসল্লীর নজরে আসে দান বাক্স ভাঙা। পরে এ মুসল্লী এলাকার লোকজনদের ডেকে দানবাক্সের তালা ভাঙা বিষয়টি অবগত করেন। এবং ভিতরে কোন টাকা নেই।
মসজিদ কমিটির সদস্যরা জানান,ঠিক কত টাকা চুরি হয়েছে তা সুনির্দিষ্ট ভাবে জানা নেই।
৩ মাসে প্রায় ৪৫ হাজার টাকার মত জমা হয় এ দান বাক্সে। সেই টাকা বের করে গুনে খাতায় লিপিবদ্ধ করে ব্যাংকে জমা রাখা হয় বলে জানান তাঁরা।
টাকা চুরির ঘটনার সত্যতা স্বীকার করে মসজিদ কমিটির সভাপতি ছাবের আহমেদ বলেন,এ পর্যন্ত তিনবার দান বাক্স চুরি ঘটনা ঘটলো আমাদের মসজিদে। বিষয়টি নিয়ে মসজিদের মুসল্লীদের সাথে কথা বলে প্রয়োজনে আইনগত সহায়তা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
--