মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে কক্সবাজার জেলা বিএনপি।
সোমবার ২১ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিটের পর কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না'র নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম সহ জেলা বিএনপি ও অংগ সংগঠনের প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিলেন।