সাজন বড়ুয়া সাজু:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা কমিটি।
সোমবার ২১শে ফেব্রুয়ারী সকাল ৭টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা সভাপতি রুহুল আমিন নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এর সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা মো.রাশেদ,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সোহাগ,স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজন বড়ুয়া সাজু,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নুরুল আবছার,পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেশমি, মহেশখালী বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সোহেল উদ্দিন,সোলতানা,সদস্য মঈন উদ্দিন, আতিকুর রহমান, ফোরকান উদ্দিন,রিফাতুল ইসলাম,আব্দুল মোমেন,খোরশেদ আলম,বকুলসহ আরও অনেকে।