সংবাদ বিজ্ঞপ্তিঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে আয়োজিত আলোচনায় বক্তাগণ বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তথা ভাষা আন্দোলনে কক্সবাজারের বিরাট ভুমিকা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় চকরিয়ার কৃতিসন্তান অধ্যক্ষ সাহাব উদ্দিন চৌধুরীসহ অনেকেই সেসময় ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলনের কর্মসুচিতে সরাসরি অংশ নেন। ঢাকায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। সেসময় কক্সবাজারের অনেক কৃতিছাত্র প্রতিবাদ করতে গিয়ে কারারুদ্ধ হয়েছেন এবং কক্সবাজারেও কারারুদ্ধ হওয়ার ঘটনা রয়েছে। তাই রাষ্ট্রভাষা আন্দোলনে কক্সবাজার জেলার গৌরবোজ্জল সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে এবং এরজন্য প্রশাসনকে ব্যাপক উদ্যোগ নিতে হবে।
২১ ফেব্রুয়ারী সকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় বক্তাগণ আরও বলেন, একুশ এলে দিনটিকে স্মরণ করা হয়। একুশ চলে গেলে সব উদ্যোগ গতি হারিয়ে থেমে থাকে। বিচারবিভাগসহ সবক্ষেত্রে বাংলা চালুর বিষয়টি এখনও পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয়নি।
ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট জি এ এম আশেক উল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার সাহিত্য একাডেমীর সভাপতি ও ইউনিয়নের সাবেক সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক এস এম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশিম ইউনিয়নের সদস্য নুরুল হক চকোরী, জিয়াউল করিম প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করেন নুরুল হক চকোরী।