নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষে কৃষক, কৃষিপণ্য ব্যবসায়ী, রপ্তানিকারক, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কৃষিপণ্যের বাজার মূল্য এবং বাজার সংযোগ সৃষ্টি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে পৌর সুপার মার্কেস্থ ফেডারেশন কার্যালয়ে
কৃষি বিপণন অধিদপ্তর কক্সবাজার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবদুল গাফফার খাঁন।
তিনি ব্যবসায়ীদের বক্তব্য আন্তরিকতা সহকারে শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়, কক্সবাজার চেম্বার অব কর্মাসের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, কক্সবাজার কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী।
ব্যবসায়ি নেতৃবৃন্দদের পক্ষ থেকে ভোগ্যপণ্য ব্যবসায়ি সমিতির সেক্রেটারি শেখ আহমেদ সওদাগর, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আকবর, চাউল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এম এ জসিম উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় ফেডারেশনের কার্যকরি পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি-১.আমিনুল ইসলাম হাসান, সহসভাপতি-২ নুরুল কবির চৌধুরী, সহসাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ, প্রচার সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক জাফর আলম, আইন বিষয়ক মোস্তফা কামাল মিন্টু, সমাজ কল্যাণ সম্পাদক আহমেদ কবির, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াছ, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইমরান রায়হান,
সদস্য আবুল কালাম, মোহাম্মদ নাছির উদ্দীন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াছ।
এ সময় চাউল বাজার ব্যবসায়ী সমিতি, মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতি, ভােগ্যপণ্য ব্যবসায়ী সমিতি, কাঁচা মাল ব্যবসায়ী ও রপ্তানীকারকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।