নেটমাধ্যমে এখন দৃষ্টিভ্রমের ছবি হামেশাই শেয়ার হতে দেখা যায়। কখনও ছবির কারসাজি ধরা তো কখনও ছবির মধ্যে লুকিয়ে থাকা কোনও সংখ্যা বা বস্তু। কয়েক দিন আগেই একটি সাদাকালো গোলাকার ছবির মধ্যে কতগুলি সংখ্যা দেখা যাচ্ছে, এমনই একটি ধাঁধা নেটমাধ্যমে সাড়া ফেলেছিল। ছবির নীচে কয়েকটি আবছা সংখ্যা ছিল।
সে রকমই আরও একটি দৃষ্টিভ্রমের ছবি ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। এখানেও সেই সংখ্যার খেলা। সেই সঙ্গে অবশ্যই চোখেরও খেলা। ছবিতে প্রাথমিক ভাবে তিনটি সংখ্যা দেখা যাচ্ছে। সেগুলি হল ৬, ৪ এবং ৮। যা সহজেই বলে দেওয়া সম্ভব। কিন্তু তিনটে নয় এই ছবির মধ্যে আরও অনেক সংখ্যা লুকিয়ে আছে।
চেষ্টা করেও বেশির ভাগই ব্যর্থ হয়েছেন। ছবিতে ক’টি সংখ্যা রয়েছে এবং সেগুলি কী কী তা বলতে পারেন কিনা দেখুন তো। তবে আপনাদের সুবিধার জন্য একটু এ বিষয়ে সঙ্কেত দেওয়া যেতেই পারে। ছবিতে মোট ১০টি সংখ্যা লুকিয়ে রয়েছে। -আনন্দবাজার