এস.এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার):

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২২ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিক চেন ইউকুয়ান (৫৪) চীনের নাগরিক। সে দীর্ঘদিন ধরে নৌঘাঁটি নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
এদিকে পেকুয়া থানার এস আই নাদির শাহ জানান ‘সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকালে রুমমেটরা ঘুম থেকে ডাকতে গেলে চেন ইউকুয়ানকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।