শাহেদুল ইসলাম মনির ইসলাম, কুতুবদিয়া প্রতিনিধি :
খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বিচরণে স্কুল-কলেজে কোলাহল ফিরেছে। করোনা পরিস্থিতিতেদ্বিতীয় ধাপে দীর্ঘ এক মাসেরও বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারী খুলেছে। শিক্ষার্থীরা প্রিয় প্রতিষ্ঠানে ছুটেছে প্রাণের উল্লাসে। ক্লাসে ফিরতে পেরে আনন্দ প্রকাশ করেছে তারা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি)কুতুবদিয়া মহিলা কলেজে সরেজমিনে গিয়ে দেখা গেছে ছাত্রীদের কোলাহল। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে অংশ নিতে প্রিয় কলেজে আসতে পেরে মেতেছে আনন্দ-উল্লাসে। আর দ্বাদশ শ্রেণিতে চলেছে ক্লাস। জানা যায়, ক্লাসে ফেরা সকল ছাত্রী করোনা ভ্যাকসিনের ২ ডোজ টিকা নিয়েছেন। স্বাস্থ্য বিধি মেনে ক্লাসে উপস্থিত হয়েছেন শিক্ষকবৃন্দ।
একই চিত্র দেখা গেছে কুতুবদিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে। একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমে অংশ নিতে কয়েক শতাধিক শিক্ষার্থীর বিচরণ। শিক্ষার্থীদের কোলাহলে ফিরেছে পুরনো স্মৃতি। ক্লাসে দ্বাদশের শিক্ষার্থীদের উঁকিঝুঁকি।
এদিন কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসসহ সবকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের পদচারণা।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ রজব আলী বলেছেন, বহুদিন পরে আবারও পুরনো রূপ ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা ভ্যাকসিনের ২ ডোজ টিকা নেয়া শিক্ষার্থীরাই ক্লাসে অংশ নিতে পারবে বলে জানান তিনি।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সপ্তাহে দুইদিন নবম শ্রেণির, দুইদিন অষ্টম শ্রেণির, ৬ষ্ট ও ৭ম শ্রেণির ১দিন করে ক্লাস চলবে বলে জানান তিনি।