সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন যুক্তরাজ্য মিউনিসিপ্যালিটির প্রতিনিধি দল।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটির ব্রেডফোর্ড মিউনিসিপ্যালিটির লর্ড মেয়র সাব্বির হোসাইনের নেতৃত্বে ১৭ সদস্যের এ প্রতিনিধি দল কক্সবাজার পৌরসভায় পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন মেয়র এবং কাউন্সিলরবৃন্দ।
পরে সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউকে কিংলে মিউনিসিপ্যালিটির সাবেক মেয়র ফুলজার আহমেদ, কাউন্সিলর আশরাফ মিয়া, কাউন্সিলর বিংক লে, চেয়ার অব লর্ড মেয়র’স এর ডেপুটি লে. ড. মনোজ জসি বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়া কক্সবাজারের অতিরিক্ত শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা নয়ন, ইউকে ব্রেডফোর্ড বিইএপির প্রধান নির্বাহী হুমায়ুন ইসলাম, ইউকে ব্রেডফোর্ড এনআরসি’র প্রধান নির্বাহী শাহিদুর রহমান, ইউকে’র ব্যবসায়ী গ্রাহাম সোইং, ভাবনা জসি, ইউকে কমিউনিটি লিডার সাইফুল ইসলাম শামীম, অধ্যাপক আব্দুর রহিম মোল্লা, হিরন মিয়া, আমরোজ আলী, গফুর মিয়া, রুহেল মিয়া, মোহাম্মদ আলী ও ফিরিশতা ফালাসহ ১৭ জন ইউকে প্রতিনিধি দলের সদস্য উপস্থিত ছিলেন।
এসময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, কাউন্সিলর এম.এ মনজুর, কাউন্সিলর রাজ বিহারী দাশ, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তার, সচিব রাসেল চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী নুরুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ দেশটির ব্রেডফোর্ড মিউনিসিপ্যালিটির লর্ড মেয়র সাব্বির হোসাইনের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌরসভায় পৌঁছেই প্রথমে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।