সংবাদদাতা:
টেকনাফ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন দক্ষিন শাখা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল্লাহকে অবাঞ্ছিত ঘোষনা করেছেন নেতৃবৃন্দরা।
২২ ফেব্রুয়ারি বিকাল তিনটার দিকে হ্নীলা দক্ষিণ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র নেতৃত্বে বিএনপি সারাদেশে তৃণমূল থেকে সুসংগঠিত হচ্ছে ঠিক তখনই ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো জাতির শোকের দিনে কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ আবদুল্লাহর নেতৃত্বে তার লেলিয়ে দেওয়া গুন্ডা বাহিনীরা ন্যাক্কার জনক হামলা চালায়। এসময় আহত হন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি , হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী , হ্নীলা উত্তর শাখা যুবদলের সভাপতি হারুন অর রশিদসহ অনেকে । শুধু নেতাদের উপর হামলা নই, গাড়ীও ভাংচুর করা হয়েছে। তারা জান-মালের ক্ষতি করে দলের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত।
এই হামলা অত্যান্ত দুঃখজনক । জাতীয়তাবাদী দল বিএনপির উর্ধতন নেতৃবৃন্দসহ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর কাছে দাবী অনতিবিলম্বে আবদুল্লাহ ও তার দূসরদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবী জানান।
বক্তারা আবদুল্লাহকে হ্নীলা দক্ষিণে অবাঞ্ছিত ঘোষনা করেন। ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জোবাইরের কোরআন তেলোয়াতের মাধ্যমে
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুলফিকার আলি ভুট্টোর সভাপতিত্বে ও হ্নীলা দক্ষিণ যুবদল নেতা তাহের নিশানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হ্নীলা ইউনিয়ন দক্ষিন শাখা বিএনপির সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দকী। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছৈয়দুল আমিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন দক্ষিন শাখা যুবদলের সদস্য সচিব মো. সেলিম। বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফায়েল আহমদ, যুবদল নেতা শাহ আলম, বিএনপি নেতা রহমত উল্লাহ রনি, হোসাইন সিকদার, সিরাজুল ইসলাম, আবু সৈয়দ, আলী আকবর, মো. ইসলাম মানিক, জাকের হোসাইন জাকু, দেলোয়ার, ফিরোজ মিয়া, নুরুল আবছার, মো. আলী, আবদু রশিদ, ইব্রাহিম, আকতার, ছাত্র নেতা নয়ন প্রমুখ।
উল্লেখ্য, গতকাল বিকেলে উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিক ও সা: সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে হামলার নেতৃত্বদানকারী কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ ও তার গুন্ডা বাহিনীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী ও সা. সম্পাদক এড. শামিম আরা স্বপ্না কাছে দাবী জানান।