মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি একদিনের সফরে আগামী মঙ্গলবার ১ মার্চ কক্সবাজার আসছেন। প্রতিমন্ত্রী ডুলাহাজারার মালুমঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাই এর স্বজনদের কাছে গিয়ে সমবেদনা জানাতে এবং আর্থিক সহায়তা দিতে এ সফর করছেন।

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। সকাল ১০ টায় তিনি কক্সবাজার শহর থেকে রওয়ানা দিয়ে ১১ টায় ডুলাহাজারা মালুমঘাটে পরলোকগত সুরেশ চন্দ্র শীল এর বাড়িতে যাবেন। হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সচিব (উপ সচিব) ড. দিলীপ কুমার ঘোষ ধর্ম প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে থাকবেন।

একইদিন বিকেল ৫ টা ১৫ মিনিটে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।