আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে ইউক্রেনের ৪০ সেনাসহ ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এসব তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রশাসনিক সহকারী ওলেকসি আরেস্টোভিচ।

তিনি বলেন, ‘রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জেনেছি। এছাড়া ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, পাল্টা হামলায় রাশিয়ার অন্তত ৫০ সেনাসদস্য মারা গেছে। এছাড়া রাশিয়ার ৪টি ট্যাংক ও ৬টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। যদিও এই দাবি অস্বীকার করেছে মস্কো।