টেকনাফ সংবাদদাতা:
টেকনাফ সদরের ৮ নং ওয়ার্ডের নাজিরপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কর্ডেইড কর্তৃক নির্মিত ৫ কিলোমিটার মাটির রাস্তা উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) রাস্তাটি উদ্বোধন করেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
এ সময় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, ইউপি সদস্য এনামুল হক ও এনজিও কর্ডেইডের কর্মকর্তারাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মেম্বার এনামুল হক জানান, কর্ডেইড একটি বেসরকারি মানবিক আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা। বিগত ৪ বছর ধরে সংস্থাটি টেকনাফের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। তাদের অর্থায়নে নাজিরপাড়ার ৫ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়।
তিনি জানান, রাস্তা নির্মাণে দৈনিক ৫০০ টাকা সমান মজুরিতে ২০ দিন ধরে কাজ করেছে ৬২ জন পুরুষ ও মহিলা শ্রমিক। রাস্তাটির কারণে স্থানীয় বাসিন্দারা প্রচুর উপকৃত হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।