ডেইলি স্টার: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বেগবান করতে ‘নেলসন মুলিন্স’ নামে একটি প্রতিষ্ঠানকে ‘লবিস্ট’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
এ সময় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহে আমরা গত ১০ ডিসেম্বর থেকে কাজ করে যাচ্ছি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন মেইন্টেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামে একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি।’
এটি কি লবিস্ট প্রতিষ্ঠান, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এটি গভর্নমেন্টের সঙ্গে রিলেশন মেইন্টেইন করে এমন একটি কোম্পানি। এটি জিআর। লবিস্ট বা পিআর বা জিআর এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার নয়। আমরা খুব বেশিদিন ধরে এসব শব্দের সঙ্গে পরিচিত নই।’
তিনি জানান, নেলসন মুলিন্সের সঙ্গে প্রতি মাসে ২০ হাজার ডলারে ১ বছরের চুক্তি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির কাজ কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্কিন প্রশাসন একটা বড় জায়গা। আমাদের এখানে যেমন বিদেশ থেকে কেউ এলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললেই হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের স্ট্রাকচার অন্যরকম। দূতাবাসের ৪-৫ জন কূটনৈতিক দিয়ে এটা মেইনটেইন করা যায় না। তাই গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন আরও শক্তিশালী করতে, যোগাযোগের জায়গাগুলো বের করতে এই প্রতিষ্ঠান।’
তবে এই প্রতিষ্ঠান আইনি সহায়তা দেবে না বলে জানান তিনি।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘বিজিআরকে (ওয়াশিংটনভিত্তিক লবিস্ট প্রতিষ্ঠান) বাদ দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর তথ্য জানাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সহায়তা করবে।’
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চাপে আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নট অ্যাট অল। চাপ নেই। বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা ও বাংলাদেশবিরোধী অপপ্রচার বন্ধ করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।