শাহেদুল ইসলাম মনির কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় আগামী ২৬ ফেব্রুয়ারী করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে তিনি এ তথ্য জানান।
ডাঃ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান,শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ও শনিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ টি ইউনিয়ন পরিষদের ১৮ টি কেন্দ্রে ১৮ বছরের বেশী বয়সীদের করোনা টিকার ১ম ডোজ এবং শনিবার ১২-১৭ বছর বয়সী বাদ-পড়া স্কুল ছাত্র-ছাত্রীদের ১ম ডোজ (ফাইজার) প্রদান করা হবে বলে জানান তিনি। এসময় তিনি সবাইকে আহ্বান করেন ভ্যাকসিন নেওয়ার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।