চকরিয়া সংবাদদাতা
চকরিয়ায় এসএআরপিভির সমন্বয় সভা ও রন্ধন প্রদর্শনী কিট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারী সকালে এসএআরপিভির আঞ্চলিক পরিচালক কাজী মাকছুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও সহকারী পুষ্টি সুপারভাইজার মুহিবুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

তিনি রন্ধন প্রদর্শনী কিট বিতরণ কার্যক্রমের প্রসংশা করেন। এটিকে আরও বেশি গতিশীল করতে ইউপি চেয়ারম্যানদের এগিয়ে আসার পরামর্শ দেন।

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন ও ইউনিসেফের তত্বাবধানে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্টের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র।

এছাড়া সহকারী পুষ্টি সুপারভাইজার এবিএম মকবুল হোসেন রবি ও মোতাহের হোসেনসহ উপজেলাধীন ১৮ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কাজী মাকসুদুল আলম মুহিত অতিথিদের স্বাগত জানিয়ে চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়নের পুষ্টি পরামর্শকদের স্বস্ব ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে পরিচয় করিয়ে দেন এবং ফুল দিয়ে বরণ করেন।

স্বাগত বক্তব্যে জনপ্রতিনিধিদের “হেল্থ এন্ড জেন্ডার প্রজেক্টের কাজের বিষয়ে অবহিত করনের লক্ষ্যে আজকের এই আয়োজন উল্লেখ করে তিনি বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে একটি। এটি সফল ভাবে বাস্তবায়নে তিনি সরকারি কর্মকর্তা ও এসএআরপিভি’র সকল স্তরের কর্মকর্তা কর্মচারী ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

ইউনিসেফের প্রতিনিধি হিসেবে উপজেলা নিউট্রিশন সুপারভাইজার সৈয়দা সুমাইয়া নাসরিন হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্টের পুষ্টি কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করে আলোচনা করেন। হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রজেক্ট এর আওতায় সরকারী স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টিসেবা নিশ্চিতকরনে প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ, সম্মুখসারীর কর্মীদের দক্ষতা বাড়ানো, ০-২৩ মাস বয়সী শিশুদের কমিউনিটি ক্লিনিক ভিত্তিক গ্রোথ মনিটরিং এন্ড প্রমোশন, মাঠ পর্যায়ে মাদেরকে নিয়ে অনুষ্ঠিত মুখে ভাত ও রন্ধন প্রদর্শনী অনুষ্ঠান নিয়ে আলোচনা করেন। তিনি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম পুনরোদ্দমে শুরু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অনুরোধ করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র তার বক্তব্যে বলেন, অতীতের ন্যায় আগামীতে ও তিনি পুষ্টি কার্যক্রমের সাথে থেকে এ কাযর্ক্রমকে আরো গতিশীল করতে সকল ইউনিয়নের চেয়ারম্যান গণের সহযোগীতা কামনা করেন।
ইউপি চেয়ারম্যানদের পক্ষে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার জানান, অতীতেও এই কার্যক্রমের সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে আশ্বস্ত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত বলেন, সরকারের গৃহীত ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রকল্পটি প্রতিটি ইউনিয়নে বাস্তবায়নে সকল স্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, পুষ্টি শিশুদের বেড়ে উঠার অপরিহার্য সোপান। সরকারের এই কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।
অনুষ্ঠান শেষে লীড মাদারদের হাতে রন্ধন প্রদর্শনী কিট তুলে দেওয়া হয়।