হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি সংলগ্ন দাখিল মাদ্রাসা, এবতেদায়ী,নূরানী,হেফজ বিভাগ ও এতিমখানার বার্ষিক ধর্মীয় সভা ও পুরস্কার বিতরণ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে থেকে একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেন..হযরত মাওলানা হাফেজ ওয়াহিদুল ইসলাম জিহাদী-খতিব সুফিবাগ জামে মসজিদ ও সুপার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসা কক্সবাজার।
উক্ত সভায় কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই (পিপিএম)।
বিশেষ বক্তা হিসেবে তকরীর পেশ করেন..হযরত মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী, প্রতিষ্ঠাতা পরিচালক-মাদ্রাসাতুল শরফ আল-ইসলামীয়া, সোনারগাঁও নারায়নগঞ্জ-ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..খোন্দকারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন খোকন, খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সালাহ উদ্দিন, মহেশখালী থানার তদন্ত ওসি আশিক ইকবাল, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর শাহদৎ হোসেন, একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক এম নুরুল কাদের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম কুতুবী, মহেশখালী প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মকছুদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অধ্যয়নরত একাডেমির শিক্ষার্থী''সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিচারক মন্ডলিদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার শিক্ষকদের পরিচালনায় কোরআনের বিভিন্ন সূরা লেখা, ক্বিরাত, হামনাত, বক্তিতা, সহীহ শুদ্ধ আজান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আল-কোরআন একাডেমি সুপার মোহাম্মদ ছিদ্দিক নুরী সভাপতিত্বে সাবেক বিজ্ঞ জেলা জজ ও আমাদের গ্রুপ এর সম্মানীত চেয়ারম্যান, চৌধুরী মুনির উদ্দিন মাহফুজ, পুরস্কার বিতরন করেন।