এস.এম.জুবাইদ ,পেকুয়া:
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৯ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সমিতির সভাপতি মোহাম্মদ
নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক ছিদ্দিকির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরইতলী স্মৃতি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশান্ত কুমার, অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আশীষ কুমার দেব,
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহসভাপতি ছৈয়দ বেলাল উদ্দিন, পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো.মিনহাজ, সাধারণ সম্পাদক শাহেদ ইকবাল, কলসি প্রতীকের সাধারণ সম্পাদক প্রার্থী সাংবাদিক মো ফারুক, সহসভাপতি প্রার্থী সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
এসময় সমিতির অতীতের যাবতীয় হিসাব, বিভিন্ন খাতের আয়-ব্যয় , সমিতির উন্নয়ন কর্মকান্ড ও আগামী ১০শে মার্চ অত্র সমিতির ব্যবস্থাপনা পরিচালনা কমিটির নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করে সমিতির আর্থ-সামাজিক উন্নয়ন অব্যহত রাখতে সকল সদস্যদের আহবান জানান বক্তারা। এছাড়াও সমিতির দারিদ্র্য সদস্যদের ঋণের সুদের হার কমানোর, সদস্যদের বিপদে আপদে সহযোগিতা করার দাবীও জানানো হয়।
এ সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান, পেকুয়া সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, ছালেহা কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির আহমদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হোসেন সূজন, এড.রাশেদুল কবিরসহ অত্র সমিতির সদস্য,রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।