সাজন বড়ুয়া সাজু:
উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে এপিবিএন (৮এপিবিএন) পুলিশের অভিযানে ৬২২০ পিস ইয়াবা সহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছেন। আটককৃত আসামিরা হলেন রোহিঙ্গা ক্যাম্প ১৯ এর ডি ব্লক/১ এর মৃত নাজির হোসেনের ছেলে মৌলভী কাশিম ও একই ক্যাম্পের ডি ব্লক/৩ এর মৃত আবুল হাসেম এর ছেলে সৈয়দ হোসেন।
জানা যায়, গতকাল রাত ২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৯ এর ডি ব্লকে মৌলভী কাশেম এর বাড়িতে অভিযান চালিয়ে
ছয় হাজার দুইশত বিশ পিস ইয়াবাসহ মৌলভী কাশেম ও সৈয়দ হোসেনকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে জব্দকৃত আলামত সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন বলেন আটককৃত ইয়াবা ও আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকের আইনে উখিয়া থানায় মামলা রুজু করার প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।