প্রেস বিজ্ঞপ্তি:

টেকনাফের অনলাইন সংবাদ মাধ্যম নাফ টিভি, নাফ নিউজ বিডি,আজকের উখিয়া ডটকমে’ ইয়াবা বেচে রাতারাতি ধনী এক পরিবারের কাহিনী শিরোনামে প্রচারিত সংবাদটি উদ্দেশ্যমূলক ও মিথ্যা বানোয়াট। শুধু অটোরিকশা সিএনজি সমিতির নির্বাচনী প্রতিহিংসা ফায়দা হাসিলের লক্ষ্যে একটি চক্র এমন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করাচ্ছে।

এ সংবাদে আমি ফেরদৌস পিতা কলিম উল্লাহ উল্লেখ্য করে আমার মানহানি করার চেষ্টা করা হয়েছে। সামনে অটোরিকসা সিএনজি সমিতির নির্বাচনে আমি প্রার্থী হয়েছি বলে আমার নির্বাচনী মনোনয়ন ও সম্মান শেষ করার উদ্দেশ্যে একটি পক্ষ ক্ষিপ্ত ছিল। আমাকে ইয়াবা বেচে রাতারাতি ধনী এক পরিবারের কাহিনী দিয়ে মানহানি করার চেষ্টা করছে।

এই অনলাইন মাধ্যম গুলোতে বলা হয়েছে আমি কোটি টাকার মালিক এবং আমার পিতা ও পরিবারও মাদকের সঙ্গে জড়িত। কিন্তু সেসব সাংবাদিক ভাইদের অনুরোধ করবো আপনারা সরজমিনে আসেন প্রকৃত অর্থে আমার জীবন যাপন কি রকম সেটা দেখা যাওয়ার জন্য। বিগত দিন গুলোতে একমাত্র আমাদের পরিবার ইয়াবা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা কররেছে যেটির প্রমান  টেকনাফ থানার ওসি রনজিত কুমার দাশ। আমি আমাদের এলাকার একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। সে সংগঠনের কিছু অসাধু সদস্যকে বের করে দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে  এই মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছে।

আমি কলিম উল্লাহ। আমার ছেলে ফেরদৌস। সে যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে আমি নিজেই আমার ছেলেকে প্রশাসনের হাতে তুলে দিব। নাফ টিভি ও নাফ নিউজ বিডি. কম ও আজকের উখিয়ার সাংবাদিক ভাইয়েরা বলছে আমি নাকি কোটি টাকা দিয়ে জমি ক্রয় করেছি। এই তথ্যটি সম্পর্ণ ভুল ও মিথ্যা। আমি যে জমিতে মাটি ভরাট করেছি সেটা আমার পৈত্রিক জমি যার খতিয়ান নং ৩৬০। আমাদের একটি প্রতিপক্ষ আমাদের পরিবারের সম্মানহানি করার জন্য এসব মিথ্যা নিউজ প্রচার করাচ্ছে।

এ মিথ্যা সংবাদে প্রশাসন ও আমার ৩নং ওয়ার্ড এলাকাবাসিকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী
মো: ফেরদৌস