প্রকৃতির আপন, মানবের সজন, রাষ্ট্রের সুজন, মঞ্চের কবি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শৈল্পিক গুণাবলি অত্যন্ত সহজ-সাবলীল ভাষায় লেখক রহিম আব্দুর রহিম তাঁর ‘গুণ আদর্শের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থে মোট ৩৮ টি প্রবন্ধের মাধ্যমে উপস্থাপন করেছেন।
সন্নিবিত হয়েছে বঙ্গবন্ধুর কিছু উক্তি, বিশিষ্টজনদের মূল্যায়ন এবং তাঁকে ঘিরে জ্ঞান-জিজ্ঞাসা।
বইটির প্রকাশক অভিযান, প্রচ্ছদ করেছেন অবিনাশ আচার্য, মূল্য ২৫০/= টাকা।
পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় অভিযান প্রকাশনার ৩৫৪ নম্বর স্টলে।
এছাড়াও বইটি পাওয়া যাবে পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই; ঢাকা
এবং অভিযান পাবলিশার্স, ১০/২ এ রমানাথ মজুমদার স্ট্রিট কলকাতা; ভারত।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।