সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করোনাযোদ্ধা কাজী মোরশেদ আহমদ বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে পৌর পরিষদ।

শনিবার বাদে আসর মরহুমের কবর জেয়ারত ও মেজবান ছাড়াও ইছালে সওয়াবের উদ্দেশ্যে কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য পৌর পরিষদের পক্ষে বিশেষ অনুরোধ জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পৌরসভার ১২নং ওয়ার্ডের জনপ্রিয় এই জনপ্রতিনিধি।