মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শনিবার ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপি-জামায়াত ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুহাম্মদ বাকের ভোট গননা শেষে শনিবার রাতে এ ফলাফল ঘোষনা করেন।
কক্সবাজার জেলায় পেশাজীবীদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শনিবার ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে এবার মোট ৮১২ জন ভোটারের মধ্যে মোট ভোট কাস্ট হয়েছে ৭৬২ টি। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৭৪৯ জনের মধ্যে ৭০১ জন। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ২ জন নির্বাচন কমিশনার সহ ৬২ জনের মধ্যে ৬১ জন ভোট দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারী শনিবার পৃথক এই ২ টি ভোট কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সভাপতি, সহ সাধারণ সম্পাদক (হিসাব), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক, ৫ টি নির্বাহী সদস্য সহ ৯ টি পদ পেয়ে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
অপরপক্ষে, বিএনপি-জামায়াত, সমমনা আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক (সাধারণ), ৪ টি নির্বাহী সদস্য সহ মোট ৮ টি পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলে ৪৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন-এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ আমির হোসাইন পেয়েছেন-২৬৬ ভোট (ব্যবধান ২২৫ ভোট)। একই প্যানেল থেকে ৪৩০ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক (হিসাব) নির্বাচিত হয়েছেন এডভোকেট মোঃ আকতার হোসেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম টিপু পেয়েছেন-৩২৪ ভোট (ব্যবধান ১০৬ ভোট), ৩৯৭ ভোট পেয়ে পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট বাবলু মিয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শাহীন পেয়েছেন ৩৪১ ভোট। (ব্যবধান ৫৬ ভোট), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এডভোকেট মনিরুল ইসলাম। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রবিউল আরাফাত পেয়েছেন ৩০৩ ভোট। (ব্যবধান ১৩৪ ভোট), একই প্যানেলে নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন-এডভোকেট শবনম মুস্তারী, (প্রাপ্ত ভোট-৪১৩), এডভোকেট মোহাম্মদ ইসহাক-১ (প্রাপ্ত ভোট-৩৯৭), এডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী (প্রাপ্ত ভোট-৩৭২), এডভোকেট কপিল উদ্দিন চৌধুরী (প্রাপ্ত ভোট-৩৪৭) এবং এডভোকেট আমানুল হক (প্রাপ্ত ভোট-৩৪৬।
নির্বাচনে বিএনপি-জামায়াত, সমমনা আইনজীবী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার ৪১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ তারেক পেয়েছেন ৩৩৮ ভোট (ব্যবধান ৮০ ভোট)। একই প্যানেল থেকে ৪০৭ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন-এডভোকেট মোহাম্মদ আবু তাহের-২। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোহাম্মদ জাকারিয়া-১ পেয়েছেন ৩০৪ ভোট (ব্যবধান ১০৩ ভোট)। ৩৮৪ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন-এডভোকেট নাজিম উদ্দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট ফখরুল ইসলাম চৌধুরী গুন্দু পেয়েছেন ৩৪৭ ভোট (ব্যবধান ৩৮ ভোট)। ৩৯৫ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক (সাধারণ) নির্বাচিত হয়েছেন-এডভোকেট সাহাব উদ্দিন সাহীব। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম সায়েম পেয়েছেন-৩৫৭ ভোট (ব্যবধান ৩৮ ভোট)। কার্যকরী পরিষদের ৯ টি সদস্যের মধ্যে ৪ টিতে বিজয় লাভ করেছেন একই প্যানেল। নির্বাহী সদস্য পদে এই প্যানেলে যাঁরা বিজয়ী হয়েছেন, তাঁরা হলেন-এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী (প্রাপ্ত ভোট-৪১০), এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ (প্রাপ্ত ভোট-৪০৪) এডভোকেট ইফতেখার মাহমুদ (প্রাপ্ত ভোট-৩৯৮) এবং এডভোকেট আবুল কাসেম (প্রাপ্ত ভোট-৩৬২)।
সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আবদুর রহিম (প্রাপ্ত ভোট-৩৪২)।
সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী এডভোকেট (অধ্যাপক) নাছির উদ্দিন পেয়েছেন ৪ ভোট।শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী রয়েছেন। বাকী ১৬ টি পদে দুই প্যানেলের দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে বিজয়ী এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল ২০০০ সালের ৯ মে এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এডভোকেট মোহাম্মদ তারেক ২০০২ সালের ২০ অক্টোবর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি এর আগে তিন বার সাধারণ সম্পাদক সহ সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। নির্বাচনে ১৭ জন বিজয়ীর মধ্যে সর্বোচ্চ ৪৯১ ভোট পেয়ে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার ২০০৩ সালের ৫ আগস্ট কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি এর আগে সহ সাধারণ সম্পাদক সহ সমিতির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার জেলা বার ইউনিট এর সাংগঠনিক সম্পাদক।
প্রধান নির্বাচন কমিশনার ও সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ বাকের জানান, ২৬ ফেব্রুয়ারী অত্যন্ত সুন্দর, সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির দীর্ঘদিনের ঐতিহ্য ও রেওয়াজ ধরে রাখতে কমিশনের বেঁধে দেওয়া আচরণ বিধি মেনে ভোট প্রয়োগ করায় সম্মানিত ভোটারদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন অতিরিক্ত সদস্য প্রতিনিধি কো-অপ্ট করা হবে।
নির্বাচনে সিনিয়র আইনজীবী ও কক্সবাজার আইন কলেজের অধ্যক্ষ এডভোকেট মুহাম্মদ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ ফেরদাউস ও এডভোকেট নুর উল আলম-কে সহকারী প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট আবু ছিদ্দিক, এডভোকেট ফরিদ আহামদ, এডভোকেট নুর আহমদ-২ এবং এডভোকেট সিরাজ উল্লাহ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নুর উল আলম এবং কমিশনার এডভোকেট ফরিদ আহমদ নির্বাচনের দিন চকরিয়া ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেন।