বলরাম দাশ অনুপম:
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর পৌত্র পূজাপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী বলেছেন-শ্রীশ্রীঠাকুরের আদর্শ অনুশীলনের মাধ্যমে চরিত্র গঠন করে সকলকে মানব সেবায় ব্রতী হতে হবে। তিনি বলেন-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র কেবল তথাকথিত ধর্ম দেশনা দিয়ে ক্ষান্ত হননি। তিনি বাংলা ও ইংরেজি সাহিত্যাঙ্গনকেও করেছেন সমৃদ্ধশালী। ছড়া, গদ্য, পদ্যে নিজস্ব প্রায় তিন হাজারের উপরে নতুন শব্দ প্রয়োগ ও ধাতু বিশ্লেষণ তাঁর অভিনব সংযোজন। বিজ্ঞান, সাহিত্য দর্শন, কলা, চিকিৎসা সর্বক্ষেত্রে তাঁর বাণীসমূহ নব আঙ্গিক সৃষ্টি করেছে। তাই এই সকল বাণী সকল মানবের জন্য উন্মুক্ত হওয়া জরুরি। তিনি শনিবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের গোলদিঘীর পাড়স্থ জেলা সৎসঙ্গ মন্দিরে বিশেষ সৎসঙ্গ অধিবেশনে আর্শিবাদক হিসেবে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি বৃতেন্দ্র কুমার মালাকার (সহ-প্রতি ঋত্বিক), ঋত্বিক সচিব কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী (সহ-প্রতি ঋত্বিক), চট্টগ্রাম সৎসঙ্গ ফাউন্ডেশনের অশোক মিত্র (সহ-প্রতি ঋত্বিক), টিসু দাশ (সহ-প্রতি ঋত্বিক), কক্সবাজার জেলা সৎসঙ্গ মন্দিরের বিশ^নাথ বন্দোপ্যাথায় (সহ-প্রতি ঋত্বিক), প্রিয়তোষ দে (সহ-প্রতি ঋত্বিক), নয়ন চৌধুরী (সহ-প্রতি ঋত্বিক), জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম প্রমুখ। ২৭ ফেব্রুয়ারী বিজিবি ক্যাম্প শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশন, ২৮ ফেব্রুয়ারী খুরুশকুল শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশনে অংশ নেবেন পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী। তাছাড়া ১, ২, ৩ মার্চ পূজ্যপাদ বিনায়ক চক্রবর্তী জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন এবং ৪ মাচ লোহাগাড়া উপজেলার কলাউজান ও সুখছড়ি শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশনে যোগদান শেষে ৫ মার্চ চট্টগ্রামের উদ্দ্যেশ্য রওনা দেয়ার কথা রয়েছে।