প্রেস বিজ্ঞপ্তি:
৯৪ ক্লাব কক্সবাজার জেলার দ্বিতীয় মেজবান ও পুনর্মিলন আগামী ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মোটেল উপল রেস্তুরাঁয় দ্বিতীয় মেজবান ও পুনর্মিলন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ইকবাল গণি ছিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব রাশেদ আবেদীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সার্বিক দিক নির্দেশনা ও বাজেট উপস্থাপন করেন মেজবান ও পুনর্মিলন উদযাপন কমিটি আহবায়ক হারিসুল আলম চৌধুরী রানা।
মোস্তফা কামালের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় শুভেচ্ছা বক্তব্যে প্রধান সমন্বয়ক ইকবাল গণি ছিদ্দিকী বিভিন্ন উপজেলার বন্ধুদের মেজবান ও পুনর্মিলনে অংশগ্রহনে আগ্রহের বিষয়সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন টেকনাফের জাকের হোসেন ও মাহবুব মোরশেদ, উখিয়ার আজিজ উল্লাহ বুলু, ঈদগাঁওয়ের আতাউল্লাহ বোখারী, চকরিয়ার মহিউদ্দিন ফারুক রাসেল, মাতামুহুরির জুবাইর, পেকুয়ার আমির হোসেন আমু, বদরখালীর ইউনুছ, কুতুবদিয়ার কমল কান্তি পাল, মহেশখালীর শামসুল আলম, রামুর বেবী বড়–য়া, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের জাবেদুল ইসলাম, পৌর প্রিপ্র্যাটরী উচ্চ বিদ্যালয়ের জহিরুল কাদের, যুগ্ন আকবায়ক ইসহাক মান্না, হাসানুর রশীদ, আলমগীর চৌধুরী, মিজানুর রহমান, মীর্জা জলি ও রাহেলা রাহী প্রমুখ।
সভায় আগামী ২৫ মার্চ ৯৪ ক্লাব কক্সবাজার জেলার দ্বিতীয় মেজবান ও পুনর্মিলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। মেজবান ও পুনর্মিলন বাস্তবায়নের সকল বন্ধুদের আন্তরিক ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।