শাহেদুল ইসলাম মনির ,কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ইউনিয়নের হায়দার পাড়া ক্রিকেট ফোরামের পঞ্চম প্রয়াস রাত্রিকালীন শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় স্থানীয় হায়দার পাড়া ইফাদ কিল্লা সংলগ্ন মাঠে আলী আকবর ডেইল ইউনিয়ন আ'লীগ ৩নং ওয়ার্ডের সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিকলীগ সদস্য সচিব ছৈয়দ মোজাম্মেল হক, সাবেক ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কাইমুলহুদা বাদশা, এমইউপি মোশারফ হোসেন, ছাত্রনেতা শরিফ নেওয়াজ জুয়েল প্রমুখ৷
ফাইনাল ম্যাচে একদিকে অংশগ্রহণ করেন ফ্লাইট লেঃ কাইমুল হুদা স্মৃতি সংসদ বনাম অন্যদিকে কালুয়ার ডেইল ক্রিকেট একাদশ৷ এছাড়া ও ১২টি শক্তিশালী ক্রিকেট দল এই খেলায় অংশগ্রহণ করেছিলেন৷ আজকের খেলায় (৫) পাঁচ উইকেটে জয়লাভ করেন ফ্লাইট লেঃ কাইমুল হুদা স্মৃতি সংসদ
খেলায় প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করেন, ছাত্রনেতা মোজাহিদুল ইসলাম, সহকারি আম্পায়ার মিজানুর রহমান৷
বক্তারা বলেন, তরুণদের মাদকের সম্পৃক্ততা থেকে মুক্ত রাখতে পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম, এই ক্রিকেট টুর্নামেন্ট সে ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে তাঁরা মনে করেন৷ সুন্দর এই টুর্নামেন্টের আয়োজক হায়দার পাড়া ক্রিকেট ফোরামের সদস্যদের ধন্যবাদ জানান বক্তারা৷