মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পরিশুদ্ধ ও আধুনিক ইংরেজি ভাষা শিক্ষা, গবেষণা ও চর্চার অন্যতম প্রতিষ্ঠান Cox'sbazar Language Centre (CLC) এর নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন পরিচালনা কমিটিতে সিএলসি'র জ্যেষ্ঠ প্রশিক্ষক সাজেদুল করিম সাজেদ-কে সভাপতি এবং প্রশিক্ষক মাহবুবুর রহমান মাহবুব-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার ৪ মার্চ কক্সবাজার শহরের কালুরদোকানস্থ খোরশেদ ভবন এর দ্বিতীয় তলায় সিএলসি'র প্রধান কার্যালয়ে পরবর্তী এক বছরের জন্য নতুন কমিটি গঠনের পর কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের শপথ পাঠ করানো হয়। ইউএনএইচসিআর-এর উর্ধতন কর্মকর্তা, সিএলসি'র প্রধান উপদেষ্টা ইফতেখার উদ্দিন বায়েজিদ এর তত্বাবধানে সিএলসি'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মহিউদ্দিন মহি এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) এর ফিল্ড অপারেশন অফিসার নায়েম সুবহান'র পরিচালনায় আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ অনুষ্ঠান পরিচালনার সময় প্রধান অতিথি ইফতেখার উদ্দিন বায়েজিদ বিশ্বায়নের যুগে বহুমুখী ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, বিশেষ করে পরিশুদ্ধ ও গঠনমূলক ইংরেজি ভাষা শিক্ষা বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচয় করে তুলতে সাহায়ক হবে এবং শিক্ষিত স্বপ্নবাজ বেকারদের উপযুক্ত কর্মসংস্থানে যথযথ ভুমিকা রাখতে পারে। তাই একাডেমিক ও পুঁথিগত শিক্ষার পাশাপাশি আধুনিক ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব এখন অপরিসীম। এজন্য ইংরেজি ভাষা শিক্ষায় বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কক্সবাজারে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাব গুলোর ব্যাপক অবদান রয়েছে। UNHCR এর কর্মকর্তা ইফতেখার উদ্দিন বায়েজিদ আরো বলেন, কক্সবাজারে ইংরেজি ভাষা শিক্ষার ক্লাব গুলোর মধ্যে Cox'sbazar Language Centre (CLC) সেবা, শিক্ষা, গবেষনা সহ সবকিছুতে শীর্ষে রয়েছে। যা শিক্ষা জগতে আলো চড়াচ্ছে নিরন্তর। দক্ষ ও কর্মজীবী জনগোষ্ঠী সৃষ্টিতে ব্যাপক অবদান রাখছে। তিনি নবগঠিত কমিটির দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে সিএলসি'র সামগ্রিক কার্যক্রম আরো গতিশীল ও বাস্তবমুখী হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সিএলসি'র নব নির্বাচিত সভাপতি সাজেদুল করিম সাজেদ সিএলসি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। সিএলসি'র নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মাহবুব তাঁর প্রতিক্রিয়ায় সিএলসি'র কার্যক্রমকে আরো বেগবান ও গণমূখী করার উপর গুরুত্বারোপ করেন এবং নতুন কমিটিতে তাঁকে দায়িত্ব প্রদান করায় সিএলসি'র প্রধান উপদেষ্টা ইফতেখার উদ্দিন বায়েজিদ, সিএলসি'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মহিউদ্দিন মহি সহ সিএলসি'র নীতিনির্ধারণী মহলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
মানবাধিকার, পরিবেশ, ভাষা শিক্ষা, ত্রাণ কার্যক্রম সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে অবিরাম পথচলা Cox'sbazar Human Rights Development Foundation (CHRDF) এর অংগ সংগঠন সিএলসি'র নব গঠিত কমিটির অন্যান্যরা হলেন-সহ-সাধারণ সম্পাদক : জিয়াউল হক জিয়া,
সাংগঠনিক সম্পাদক : আবিদ বিন কাশেম, প্রকাশনা সম্পাদক : সঞ্জয় শর্মা,
অর্থ সম্পাদক : মিজবাউর রহমান বুলেট, সহ-অর্থ সম্পাদক : শেফায়েত উল্লাহ, দপ্তর সম্পাদক : মকসুদুল হক,
সহ-দপ্তর সম্পাদক : কোহিনুর আক্তার, যোগাযোগ সম্পাদক : মাইমুনুল ইসলাম, নির্বাহী সদস্য : সাইফুল্লাহ বাপ্পি, এ.কে.এম মনিরুল হক, মো. রুবেল এবং তাহমিদুর রহমান তাকি।
কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান শেষে সিএলসি'র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ মহিউদ্দিন মহি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে সিএলসি-কে গর্বের চূড়ায় পৌঁছাতে হলে কক্সবাজারের জনগোষ্ঠীকে আরো ব্যাপকভাবে পরিশুদ্ধ ইংরেজি ভাষা শিক্ষার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। তাহলেই সিএলসি'র স্বপ্ন পূরণ হবে। কক্সবাজারে অসংখ্য ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক মোহাম্মদ মহিউদ্দিন মহি সিএলসি'র আরো সমৃদ্ধি এবং নতুন কমিটির সার্বিক সাফল্য কামনা করেন।