এম.এ আজিজ রাসেল :
ওয়ালটন রেফারি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কর্ণফুলী ফুটবল দল। শনিবার (০৫ মার্চ) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টাইব্রেকারে পদ্মা ফুটবল দলকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয় কর্ণফুলী ফুটবল দল।
পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
বক্তব্যে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নিজেও একজন ক্রীড়াবান্ধব ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রীর একান্ত
প্রচেষ্টায় দেশের খেলাধুলা উন্নত শিখরে পৌঁছে গেছে। আর খেলাধুলাকে আরো একধাপ এগিয়ে নিতে এবং খেলোয়াড়দের উৎসাহী করতে স্পন্সর করে যাচ্ছে ওয়ালটন। শুধু ফুটবল নয়, বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে ওয়ালটন। দেশকে বিশ্বের কাছে পরিচিত করতে যেকোন ধরণের খেলায় ওয়ালটন পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, 'সারা দেশের খেলাধুলায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতা প্রসংশা করার মতো। দেশের অনেক খেলাধুলায় ওয়ালটনের সহযোগিতা দেখি আমরা। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ-যুবকরা যত খেলাধুলায় ব্যস্ত থাকে তারা তত মাদক থেকে দূরে থাকে। তাই সু্স্থ সবল থাকতে খেলাধুলা অপরিহার্য ভূমিকা পালন করে। আর এসবের পেছনে পৃষ্ঠপোষক হিসেবে অনন্য অবদান রাখছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ওয়ালটন।'
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কুটুম বাড়ি রেস্টুরেন্ট এবং রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল কবির পাশা ও জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক হারুন অর রশীদ, জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, কক্সবাজার রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন শর্মা।
পরে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। খেলায় যৌথভাবে সর্বোচ্চ সেরা গোলরক্ষকের মুকুট পরেন কর্ণফুলী ফুটবল দলে মোস্তাক ও পদ্মার ইমন। সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করেন পদ্মা ফুটবল দলের গোলরক্ষক ইমন।
এই প্রতিযোগিতায় কক্সবাজার রেফারিজ
অ্যাসোসিয়েশনের ৬০ জন রেফারি ৪টি দলে বিভক্ত হয়ে অংশ নেয় । আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে রাইজিংবিডি ডটকম।