মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
বাংলাদেশ সুপ্রীম আইনজীবী সমিতি পেশাজীবীদের দেশের অন্যতম বৃহৎ ও সর্বোচ্চ আদালতে আইন চর্চার একটি প্রতিষ্ঠান। দেশের মৌলিক নীতিনির্ধারণে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সদস্যরা অবদান রেখে চলছে প্রতিনিয়ত। এ প্রতিষ্ঠান দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছে। তাই আইনজীবীদের সম্মান, পেশার মর্যাদা সুরক্ষা, বিচারপ্রার্থীদের যথাযথ সেবা দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর নেতৃত্বাধীন নীল প্যানেলে ভোট দেওয়ার জন্য সম্মানিত ভোটারদের প্রতি আহবান জানানো হয়েছে।
আগামী ১৫ ও ১৬ মার্চ, যথাক্রমে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের সমর্থনে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনে শুক্রবার ৪ মার্চ বিকেলে আয়োজিত এক সভায় বক্তারা এ আহবান জানান।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার বার ইউনিট এর সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার বার ইউনিটের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কক্সবাজারে অবস্থানরত সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভোটার, বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করা সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ভোটার, সিনিয়র আইনজীবী সহ প্রচুর আইনজীবী অংশ নেন।
সভায় বাদল-কাজল প্যানেলের সভাপতি পদপ্রার্থী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, সুপ্রীম কোর্ট সমিতি দেশের একটি মিনি পার্লামেন্ট। এই সমিতির মাধ্যমে শুধু আইনজীবীদের অধিকার রক্ষা নয়, সমগ্র জাতির বিচার প্রক্রিয়া ও গণতান্ত্রিক ব্যবস্থা কি হবে, তা অনেকাংশে নির্ভর করে। আইনজীবীদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল তাঁর নেতৃত্বাধীন পুরো নীল প্যানেলকে ভোট দিয়ে নির্বাচিত করতে সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ জানান।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিগত ২ বছরে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ পরিস্থিতির মাঝেও নিজের ও পরিবার-পরিজনের জীবনের ঝুঁকি নিয়ে বিজ্ঞ আইনজীবীদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতিতে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন ও সংস্কার করে একটা উন্নত ও আইনজীবী বান্ধব পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালিয়েছি। পেশা ও আইনজীবীদের মর্যাদা বৃদ্ধিতে অনেক ইতিবাচক কার্যক্রম চালু করা হয়েছে। সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ব্যবস্থাপনার সর্বক্ষেত্রে আমুল পরিবর্তন আনা হয়েছে। যার সুফল আইনজীবী ও বিচারপ্রার্থী সহ সংশ্লিষ্ট সকলে ভোগ করছে। সম্পাদক পদপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাননীয় বিচারপতিদের কাছে আইনজীবীরা শত্রু নয়, বন্ধু হিসাবে, ন্যায় বিচারের সহায়ক শক্তি তুলে ধরতে চেষ্টা করেছি। জীবনের ঝুঁকি নিয়ে সময়, অর্থ ব্যয় করে, ত্যাগের মানসিকতা নিয়ে আইনজীবীদের মর্যাদার আসনে বসাতে, ন্যায্য অধিকার নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত ছিলো। ২০২১-২০২২ সেশনে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু দায়িত্ব নেওয়ার আগেই মৃত্যুবরন করায় সমিতিতে চরম সংকট সৃষ্টি হয়েছিলো। সে কঠিন সংকটের চ্যালেঞ্জ মোকাবেলা করে শত উস্কানীর মাঝেও সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ঐক্যবদ্ধ রাখতে পেরেছি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণতান্ত্রিক ধারা সুপ্রতিষ্ঠিত করে আইনজীবীদের মর্যাদা এবং পেশার সম্মান রক্ষায় তাঁর পুরো প্যানেলকে ভোট দেওয়ার জন্য সম্মানিত ভোটারদের কাছে অনুরোধ জানান।
এর আগে বাদল-কাজল নেতৃত্বাধীন পুরো নীল প্যানেল কক্সবাজার আইনজীবী সমিতিতে পৌঁছালে কক্সবাজারে অবস্থানরত সুপ্রীমকোর্টের আইনজীবীরা তাঁদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সভায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ছৈয়দ আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কক্সবাজার বার ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম-৪, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট সাহাব উদ্দিন, নির্বাহী সদস্য এডভোকেট ছাদেক উল্লাহ, ব্যারিস্টার এস. এম আবুল আলা ছিদ্দিকী এডভোকেট নাজিয়া জাহান সম্পা, এডভোকেট মোহাম্মদ শাহজাহান, এডভোকেট এডভোকেট সলিমুল মোস্তফা, ফরিদুল আলম, এডভোকেট জিয়া উদ্দিন, এডভোকেট সালাহ উদ্দিন সিকদার, এডভোকেট নাজেম উদ্দিন, এডভোকেট এরশাদ মোহাম্মদ ইয়াহিয়া সহ শতাধিক আইনজীবী ও ভোটার উপস্থিত ছিলেন।
সভায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নীল প্যানেলের সকল প্রার্থী তাঁদের পরিচিতিমূলক বক্তব্য তুলে ধরেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদপ্রার্থী : ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সহ-সভাপতি পদপ্রার্থী : মোহাম্মদ মনির হোসেন ও আসরারুল হক, সাধারণ সম্পাদক পদপ্রার্থী :
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল,
কোষাধ্যক্ষ পদপ্রার্থী : মোঃ কামাল হোসেন, সহ-সম্পাদক পদপ্রার্থী : মাহফুজ বিন ইউসুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান খান, নির্বাহী সদস্য পদপ্রার্থী
১. গোলাম আক্তার জাকির, ২. মঞ্জুরুল আলম সুজন, ৩. ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ৪. ফাতিমা আক্তার, ৫. ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, ৬. মোস্তফা কামাল বাচ্চু এবং ৭. আনোয়ারুল ইসলাম বাঁধন।