হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
বিদগ্ধ ইসলামী শিক্ষাবিদ, জামিয়া আরাবিয়্যাহ জিরির মুহাদ্দিস, চট্টগ্রাম ওমরগণি এম.ইএস বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, বিশ্বব্যাপী সৃষ্ট চরম সঙ্কট উত্তরণে মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ঈমানী ঐক্যই আমাদের মূল শক্তি। তাই স্বার্থান্বেষী মহল মুসলমানদের অনৈক্য তৈরি করে ইসলামের ক্ষতি সাধনে তৎপর রয়েছে। এসব চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। উদারতা সংহতি, সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটিয়ে মুসলিম উম্মাহ শীসাঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হতে পারলে বিশ্ববুকে কালেমার পতাকা উড্ডীন হতে সময় লাগবে না ইনশাআল্লাহ।
তিনি বৃহস্পতিবার ( ১০ মার্চ) কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র শহীদ তিতুমীর ইনস্টিটিউটের শাখা প্রতিষ্ঠান হযরত ফাতিমাতুজ জাহরা (রা.) আদর্শ নুরানী ও হিফজ মাদ্রাসার ৫ম বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিশিষ্ট লেখক, মাসিক আত্-তাওহীদ সম্পাদক ড. খালিদ হোসেন আরো বলেন, কুরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষাই মানবতার চিরমুক্তি ও শান্তির চুড়ান্ত পথ। আজ এ পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই দিকে দিকে মানবতার আর্তনাদ ও নতুন নতুন বিপদের পদধ্বনি শোনা যাচ্ছে। এমতাবস্থায় সর্বক্ষেত্রে কুরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা বাস্তবায়ন করতে পারলে মানুষের জীবনধারা বদলে যাবে। তাই শিশুদের শৈশবকালেই কুরঅান-হাদীসের তালীম দেয়ার লক্ষ্যে শহীদ তিতুমীর ইনস্টিটিউটে নুরানী ও হিফজ মাদ্রাসার উদ্যোগ নিঃসন্দেহে যুগান্তকারী দৃষ্টান্ত।
ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মুহাম্মদ শফিকুল হকের সার্বিক তত্ত্বাবধানে ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী সভায় বিশেষ বক্তা ছিলেন, লোহাগাড়া আল-জামিয়া আল-ইসলামিয়া ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন মিসবাহ, কক্সবাজার শহরের তারাবানিয়ারছরা জামে মসজিদের খতীব ও জামিয়া এমদাদিয়া আজিজুল উলুম পোকখালীর মুহাদ্দিস মাওলানা অলি আহমদ, শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, পেশ ইমাম মাওলানা আবছার কামাল, পেকুয়া নজির আহমদ সিকদার জামে মসজিদের খতীব ও শহীদ তিতুমীর ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা দেলোয়ার হোসাইন।
ইনস্টিটিউটের সচিব হাফেজ হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাষ্টার মুহাম্মদ শফিকুল হক, লিংকরোড মাশরাফিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
এছাড়াও ইসলামী শিক্ষা গবেষক মমতাজুল ইসলাম, মাওলানা মীর কামাল, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা হাফেজ জালাল আহমদ, মা'আহাদ আন-নিবরাসের পরিচালক মাওলানা জিয়াউল হকসহ বরেণ্য ওলামায়েকেরাম ও ইসলামী চিন্তাবিদগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় এ হিফজখানা থেকে সদ্য হিফজ সমাপ্তকারী ৪ জন ছাত্রকে দস্তারে ফযীলত (পাগড়ি) প্রদান করা হয়। এছাড়াও শহীদ তিতুমীর ইনস্টিটিউটের স্কুল শাখা থেকে ২০১৯ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন ও কক্সবাজার জেলা কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অর্থ ও সনদপত্র এবং ২০২১ সালে নূরানী সনদ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বার্ষিক এ সভা উপলক্ষে হিফজ বিভাগ ও নুরানীর কোমলমতি ছাত্র-ছাত্রীদের তিলাওয়াত, হাদীস শরীফ, কালেমা, মাসআলা-মাসায়েল ও ইসলামী সঙ্গীত শ্রবন এবং সুন্দর হস্তলিপি প্রদর্শনী দেখে অতিথিবৃন্দ অভিভূত হন।
উল্লেখ্য, চ্যানেল টোয়েন্টিফোর আয়োজিত জেলা পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে এ প্রতিষ্ঠানের হিফজ বিভাগের ছাত্র বায়েজিদুল হক সিদ্দিকী সর্বোচ্চ নাম্বার পেয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহনের জন্য মনোনীত হয়েছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এ সফলতার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং জাতীয় পর্যায়েও উত্তীর্ণ হয়ে যেন আগামীতে আরও উত্তরোত্তর সফলতা লাভ করতে পারে সেজন্য দু'আ কামনা করেন।
মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত হয়।