মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সমৃদ্ধ, নিরাপদ, আদর্শ, সুন্দর ও পরিচ্ছন্ন বৃহত্তর টেকপাড়া গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হয়েছে কক্সবাজারের শহরের পরিশুদ্ধ সমাজ গঠনে নিরন্তর পথচলা 'টেকপাড়া সোসাইটি' এর বার্ষিক মেগা মিলনমেলা।
শুক্রবার ১১ মার্চ কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ায় সৈয়দ স্যারের নির্মানাধীন বিশাল বাসভবনে দিনব্যাপী চলে মিলনমেলার জমাকালো সব আয়োজন। সোসাইটির সফল সভাপতি, বিশিষ্ট ব্যাংকার এম. জাহেদ উল্লাহ জাহেদ এর সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক ওয়াসিফ কবির এর নান্দনিক সঞ্চালনায় রাত ৮ টার দিকে শুরু হয় মিলনমেলার আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব:) ফোরকান আহমদ এলডিএমসি পিএসসি (যুগ্মসচিব মর্যাদা) এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। সভায় টেকপাড়া সোসাইটি গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত সংগঠনের পরিচালিত বিভিন্ন সামাজিক, উন্নয়ন ও মানবিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক।
হাফেজ নিজাম উদ্দিনের পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া মিলনমেলার আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সোসাইটির উপদেষ্টা আবদুল খালেক, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ছৈয়দ আহমদ, কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়াড়ডের কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যাংকার ও নাট্যকার খোরশেদ আলম, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ছানাউল্লাহ, টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম প্রমুখ।
প্রাণের উচ্ছাসে, অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত হওয়া বার্ষিক মিলনমেলা ও আলোচনা সভায় বক্তারা বুনিয়াদি ও ঐতিহ্যবাহী বৃহত্তর টেকপাড়ার হারানো গৌরব ফিরিয়ে আনতে টেকপাড়া সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে বলেন-একসময় জেলার সর্বক্ষেত্রে নেতৃত্ব দেওয়া বুনিয়াদি এলাকা টেকপাড়া আজ অবহেলিত ও বঞ্চিত। দীর্ঘদিন ধরে চরম নেতৃত্ব সংকটে, জনপ্রতিনিধি শুন্যতায় ভুগছে বৃহত্তর টেকপাড়া এলাকা। বক্তারা বলেন, বিস্ময়কর হলেও সত্য, শহরের পূর্ব পেশকার পাড়া থেকে পূর্ব রুমালিয়ার ছরা পর্যন্ত, প্রধান সড়কের উত্তর পাশে এবং বাঁকখালী নদীর দক্ষিণ পাশে বিশাল এলাকাজুড়ে দীর্ঘদিন ধরে কোন জনপ্রতিনিধি নেই। টেকপাড়া সোসাইটি তাদের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে সেই শুন্যতা ও সংকট কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছে। যা টেকপাড়াবাসীকে প্রেরনা ও প্রত্যয়ে সমৃদ্ধ করেছে। বক্তারা বৃহত্তর টেকপাড়াবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে, টেকপাড়ার সার্বিক উন্নয়নের প্রশ্নে 'টেকপাড়িয়ান' সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ এম. জাহেদ উল্লাহ জাহেদ তাঁর বক্তৃতায় ২০১৬ সালে প্রতিষ্ঠিত হওয়া টেকপাড়া সোসাইটি-কে এলাকাবাসী, প্রবাসী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান সহ সকলে বিভিন্নভাবে সহায়তা করায়, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং টেকপাড়া সোসাইটিকে একটি মডেল সংগঠন হিসাবে গড়ে তুলতে ভবিষ্যতে আরো সহযোগিতা কামনা করেন।
সোসাইটির সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আশিক সোসাইটির ২০২২-২৩ সালের পরিকল্পনা মিলনমেলার সমাবেশে তুলে ধরেন। পরিকল্পনার মধ্যে পূর্বের মত সামাজিক, মানবিক, সৃজনশীল ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা ছাড়াও নতুন কমিটি গঠন, সোসাইটি মেমোরেন্ডাম তৈরি সহ আরো বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা রাখা হয়েছে। মিলনমেলায় প্রায় অর্ধ সহস্র মানুষকে নৈশ ভোজে আপ্যায়ন করানো হয়।
অনুষ্ঠানে কক্সবাজার পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা শামীম আক্তার সহ কয়েক শত আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
এ মেগা মিলনমেলায় টেকপাড়া সোসাইটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ খালেদ ও ইয়াছিনুল আলম, সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, সাইফুল কবির রনি, জসিম উদ্দিন বড় ও মুহাম্মদ আইয়ুব, যুগ্ম সম্পাদক জাবেদ উল্লাহ্ মিয়া ভাই, অতিরিক্ত সাধারন সম্পাদক তানবীর মোকাম্মেল জোসেফ, সহ-সাধারন সম্পাদক জসিম উদ্দিন ছোট, জামাল উদ্দিন বাবু, এমরানুল ইসলাম ও রিসাদ, সাইফুল আলম,(সহ-সাংগঠনিক), ইউসুফ জামিল (অর্থ সম্পাদক), এহেসান (ক্রীড়া সম্পাদক-১) সরওয়ার (ত্রাণ কল্যান সম্পাদক), রাফসান জানি (প্রচার সম্পাদক), সামসূল ইসলাম ইয়াশির (সমাজকল্যাণ সম্পাদক), সিনিয়র সদস্য : আরিফুল ইসলাম আরাফাত, আসাদ, তাহসিন, সাইফুল ইসলাম, আরিফ, জামিল, মামুন, সায়েমগীর বিটু, জিল্লু,
সদস্য : শিহাব, শৈশব, রাব্বি, সেজান, ফয়সাল, অর্নব, জানে আলম, আকাশ, মামুন, তাওসীফ, নজরুল প্রমুখ।