সংবাদ বিজ্ঞপ্তি:
রাখাইন ক্রীড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ মার্চ (সোমবার) শহরের পর্যটন গলফ মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় ক্রিকেট ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে স্বাগতিক বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স বনাম মহেশখালী বড় পাড়া রাখাইন ক্রিকেট একাদশ। ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন আগেই চ্যাম্পিয়ন হয়েছে ক্যাংপাড়া ফুটবল ক্লাব।
এ উপলক্ষে ওইদিন দুপুর ২টায় বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। তাঁরমধ্যে থাকবে ফানুস উত্তোলন, জলকেলি, রাখাইন নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে আসছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাখাইন ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল।
জমকালো এই আয়োজন উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, সভাপতি মং ছেন য়াইন ও সাধারণ সম্পাদক জ জ রাখাইন।