এস.এম.জুবাইদ, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ বিকাল ৩ টায় টইটং শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বারবাকিয়া ওসমান সওদাগর ফুটবল একাদশ বনাম কোণাখালী দিদার চেয়ারম্যান ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে মুখোমুখি হয়।
খেলায় চকরিয়া কোণাখালী দিদার চেয়ারম্যান ফুটবল একাদশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ান ট্রপি অর্জন করেন পেকুয়ার বারবাকিয়া ওসমান সওদাগর ফুটবল একাদশ।
এ খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন ওসমান সওদাগর ফুটবল একাদশের খেলোয়াড় আই কে।
খেলা শুরু হওয়ার সাথে সাথে টান টান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণ চালায়। প্রথমার্ধের ১০ মিনিট ও ২৫ মিনিটের মধ্যে ওসমান সওদাগর ফুটবল একাদশ গোল পেয়ে যায়। প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যে ওসমান সওদাগর ফুটবল একাদশের বিদেশী খেলোয়াড় মাঝমাঠ থেকে সজোরে বল জালে পাঠায়। এ সময় দিদার চেয়ারম্যান ফুটবল একাদশের গোল রক্ষককে ফাঁকি দিয়ে বল পাঠায় জালে। এরপর ২৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল পায় ওসমান সওদাগর একাদশ। দ্বিতীয়ার্ধের খেলায় প্রচন্ড আক্রমণ হয়। সমতায় ফিরিয়ে আনতে দিদার চেয়ারম্যান একাদশ কোনাখালীর খেলোয়াড়রা অনেকটা মরিয়া ছিল। তারাও প্রতিপক্ষের রক্ষণভাগ ও গোল পোস্টে কয়েকটি জোরালো সট দেয়। তবে ওসমান সওদাগর একাদশের রক্ষণভাগ ছিল শক্তিশালী। রক্ষণভাগের নৈপুণ্য ও দৃঢ়তার কারনে গোল হজম করতে হয়নি ওসমান সওদাগর একাদশকে। হাজার হাজার দর্শক টইটংয়ের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা উপভোগ করেন।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জাফর আলম বিএ(অনার্স) এমএ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা, জেলা আওয়ামী লীগের নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, টইটং ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি ও টইটং ইউপির সাবেক চেয়ারম্যান মো: শহিদুল্লাহ বিএ, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, টইটং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম।
টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, টৈটং ইউনিয়ন আ'লীগের সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, টৈটং ইউপি সচিব আব্দুল আলীমসহ আরো অনেকে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিরা।
এসময় প্রধান অতিথি জাফর আলম এমপি বলেন খেলাধুলা ও দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বার বার দরকার। খেলাধুলার কারণে অনেক প্রতিভাবানকে খোঁজে পাওয়া যায়। আজকের খেলা দেখে মনে হল দক্ষিণ আফ্রিকায় খেলা দেখতেছি। কারণ এ খেলায় রয়েছে দেশি-বিদেশি খেলোয়াড়রা।