প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এবং কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করে ইউনিয়ন হাসপাতাল।
ফাইনালে লিপু+শিপু দলকে হারিয়ে হিরো+আরফাত দল চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (২১ মার্চ) রাতে প্রেসক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো রাসেল+বাবু, চঞ্চল+মিজানুর, হিরো+আরফাত, বাদশা+সাইফ, আজাদ+ফরাজ, শাহাদত+গোলাম আরিফ, মুহিব+সাইফুল, ছৈয়দ+কেফায়েত, সুমন+মিন্টু, জিয়াউল+জাহেদ, কামরুল+ইউনুস, রাসেল+রুবেল, মাহবুব+আইয়ুব, তারেক+রহিদুল, লিপু+শিপু, মুরাদ+মোর্শেদ।
জমকালো ব্যাডমিন্টনের সেমিফাইনালে
আজাদ+ফরাজ দলকে ২-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে হিরো+আরফাত দল। এর আগে মুহিব+সাইফুল দলকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে নাম লেখায় লিপু+শিপু দল।
অবশেষে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় লিপু+শিপু দলকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হিরো+আরফাত দল। খেলা পরিচালনা করেন অরুডিস বড়ুয়া এবং স্কোরে ছিলেন সুজা উদ্দিন রুবেল।
ফাইনাল খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুল মওলা, পরিচালক নুরুল হুদা, প্রেসক্লাবের সাধারণ মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বিএফইউজে এর সাবেক কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট আয়াছুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাংস্কৃতিক সম্পাদক দীপক শর্মা দীপু প্রমুখ।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ফরহাদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘আমার পরিবারে সাংবাদিক থাকায় নিজের পরিচয় দিতে গর্ববেধ করি। সাংবাদিকদের সঙ্গে থাকতে পেরে ভালো লাগে। প্রেসক্লাবের অনেক প্রোগ্রামে আমি এসেছি। শত ব্যস্ততার মধ্যেও কলম সৈনিকদের সাথে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি।
তিনি বলেন, ‘আজকের এই টুর্নামেন্ট যার নামে আয়োজন করা হয়েছে তিনি একজন অসাধারণ ব্যক্তি। তার সম্পর্কে অনেক পত্র-পত্রিকায় জেনেছি। তার নামে টুর্নামেন্টের আয়োজন দেখে ভালো লাগছে। সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। একমাত্র বিশুদ্ধ বিনোদন হলো খেলাধুলা। বিভিন্ন বিনোদনের মধ্যে নির্ভেজাল বিনোদন হলো খেলাধুলা। তাই নিজেকে উৎফুল্ল রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা আমাদের সুন্দর সম্প্রীতি বজায় রাখে। আজকের টুর্নামেন্টে যারা বিজয় ও বিজিত হয়েছে সকলকে অভিনন্দন জানাই।
প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী বলেন, ‘এই ৩ দিনের আয়োজনকে সাংবাদিকরা প্রানবন্ত করেছে। সারা বছর ব্যস্ত থাকার মধ্যেও আয়োজনে অংশ নিয়ে বিনোদনকে জিঁইয়ে রেখেছে সাংবাদিকরা। খেলায় হার-জিত বড় কথা নয়, সকলের সম্প্রীতিটাই মুখ্য। খেলাধুলায় নিজেদের মাতিয়ে রেখে মনকে সতেজ রাখতে সক্ষম হয়েছে সাংবাদিকরা। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউনিয়ন হাসতালকে ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, পুলিশ এবং সাংবাদিকরা সমন্বয় রেখে কাজ করি। আমাদের যেকোন প্রয়োজনে পুলিশকে পাশে পাই। ভবিষ্যতে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম বলেন, ‘সংবাদের পেছনে ছুটতে ছুটতে সাংবাদিকরা রোবটের মতো হয়ে গেছে। তাদেরও বিনোদন দরকার। তাই বিনোদনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়। এতে তাদের প্রশান্তি লাগে। প্রতি বছর এ আয়োজন অব্যাহত থাকবে এবং গত ২ বছর ধরে এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করার জন্য ইউনিয়ন হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আরিফ উল মওলা বলেন, ‘ফাইনালে দুই দল দুর্দান্ত খেলা উপহার দিয়েছে। খেলায় অংশগ্রহণকারী সকলেই আমাদের পরিচিত। ইউনিয়ন হাসপাতাল প্রেসক্লাবের ব্যাডমিন্টন ছাড়াও সাংবাদিক বদিউল আলম ক্যারাম টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেছে। প্রেসক্লাবের সাথে থাকতে পেরে আমাদের ভালো লাগছে। এই প্রেসক্লাবের যেকোন অনুষ্ঠানে আমরা পাশে থাকবো।’
মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, এ টুনার্মেন্টের এটি ৫ম আসর। এর আগে ৪র্থ আসরে মোহাম্মদ নুরুল ইসলাম বেঁচে থাকতে টুর্নামেন্টের নাম ‘সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট থাকলে তিনি মরা যাওয়ার পর ৫ম আসরকে মোহাম্মদ নুরুল ইসলাম স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিসেবে ঘোষণা করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।