সংবাদ বিজ্ঞপ্তি:
“স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইসলামের একনিষ্ঠ অনুসারী এবং ধর্মপ্রাণ মুসলমান। ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে তিনি ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সারা বিশ্বে ইসলামিক ফাউন্ডেশনের মত ইসলাম প্রচারের জন্য সরকারি কোন প্রতিষ্ঠান নাই” ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় অরুণোদয় স্কুল ক্যাম্পাসে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এর নেতৃত্বে পুস্পস্তবক অর্পন ও র‌্যালির প্রাক্কালে জেলা প্রশাসক এ কথা বলেন।
পুস্পস্তবক অর্পন ও র‌্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) মো: নাছিম আহমেদ, উপ-পরিচালক ফাহমিদা বেগমসহ জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ইমাম ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতাসহ ইসলাম প্রচার-প্রসারের বঙ্গবন্ধু অবদান শীর্ষক আলোচনা সভায় সকাল ১১ টায় উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) জনাব মো: নাছিম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো: সরওয়ার আকবর।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। সামাজিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য ইসলামী সাংস্কৃতিক অন্যতম বৈশিষ্ট। সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান ইসলামে নাই।
ইসলামের শান্তির বাণী এবং ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান জনগণের মাঝে তুলে ধরার জন্য তিনি ইমাম সাহেবেদের প্রতি উদাত্ত আহবান জানান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতি সভাপতি কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ও ইফার ফিল্ড অফিসার ফজল করিম।
ইসলামিক ফাউন্ডেশনের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে সকাল ৮ টায় ফাউন্ডেশন মিলয়াতনে খতমে কুরআন, দোয়া মাহফিল, সকাল সাড়ে ৯টায় অরুণোদয় স্কুল ক্যাম্পাসে স্থাপিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে জেলা প্রশাসকমামুনুর রশীদ এর নেতৃত্বে পুস্প অর্পন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় ফাউন্ডেশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতাসহ ইসলাম প্রচার-প্রসারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।