মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

৪ লক্ষ ৩৫ হাজার ৮০৫ পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে ২ রোহিঙ্গা ইয়াবাকারবারীকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ হলো : ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর ৩ টা ২০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের নাফ নদীর কিনারায় নেচার পার্ক বরাবর কেওড়া বাগানে টেকনাফের ২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি’র একটি টিম এক অভিযান চালিয়ে মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মাঙ্গালা পাড়ার মৃত সিরাজুল মোস্তফার পুত্র মোঃ কামাল আহম্মদ (৪৫) এবং একই এলাকার বসেদ আলীর পুত্র মোঃ ইলিয়াছ (৩০) নামক ২ রোহিঙ্গা ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করে। পরে তাদের দখল হতে ৪ লক্ষ ৩৫ হাজার ৮০৫ পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করে। এ ঘটনায় টেকনাফের ২ নম্বর বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর হাবিলদার মোঃ লুৎফর রহমান বাদী হয়ে পরদিন টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ধৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীদ্বয়কে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার টেকনাফ থানা মামলা নম্বর : ১৯/২০১৭, জিআর মামলা নম্বর : ৭৩২/২০১৭ এবং এস.টি মামলা নম্বর : ৫৮৪/২০১৮ ইংরেজি।

মামলায় সাক্ষ্য গ্রহণ, জেরা, আলামত প্রদর্শন, আসামীকে পরীক্ষা ও আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক শেষে আসামী রোহিঙ্গা ইয়াবাকারবারী মোঃ কামাল আহম্মদ এবং মোঃ ইলিয়াছ-কে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় টেবিল ৯ (খ) ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ বিচারক মাহমুদুল হাসান প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরো ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছেন।দন্ডিত আসামীদ্বয় কারাগারে রয়েছে এবং মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-এপিপি এডভোকেট আবদুর রউফ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট মইননুল হোসেন চৌধুরী।