নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে আশ্রিত বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের আবাসন ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (এইচ আর এফ) সহযোগিতা অব্যাহত রাখতে চায়। এরই ধারাবাহিকতায় ক্যাম্পে আবাসন ও স্যানিটেশন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা অনুযায়ী সহযোগিতার বিষয়ে দ্রুত আরো পদক্ষেপ নেয়ার উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন এই সংস্থার হেড অফ ইন্টারন্যাশনাল প্রোগ্রামস মোহাম্মাদ আব্দুর রাহমান। তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় প্রদানের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাংলাদেশীদের জন্যও সমান চিন্তাভাবনা পোষণ করে এইচ আর এফ, সেই লক্ষ্যে ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় গৃহহীন সাধারন মানুষের জন্য ৩৪৫ টি সেমি পাকা ঘর নির্মাণ করছে। যা আগামিতেও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেই সাথে বাংলাদেশ সরকারের স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন ।

এর আগে রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজারের বিভিন্ন স্থানে সংস্থাটির কান্ট্রি অপারেশন পরিদর্শন করেন আব্দুর রাহমান। এ সময় কাজের গুনগত মান পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথেও মত বিনিময় করেন তিনি। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন এইচ আর এফ বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর, ডক্টর ওবায়েদুর রহমানসহ সংস্থাটির বাংলাদেশ অপারেশনস অফিস ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীগন।

অন্যদিকে গেলো ১৫ মার্চ রোহিঙ্গা ক্যাম্পে এইচ আর এফ এর সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করেন সংস্থাটির আন্তর্জাতিক সহযোগী সংস্থা ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের একটি প্রতিনিধি দল। এসময় তারা হিম্যান রিলিফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত শেল্টার ও ওয়াশ ব্লক পরিদর্শন করেন। কাজের গুনগত মানের প্রশংসা করে তারা বলেন, রোহিঙ্গাদের জন্য অস্থায়ী আবাসন সুবিধা দেয়ার লক্ষ্যে এইচ আর এফ এর এই উদ্যোগের পাশে থাকতে পেরে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক গর্বিত এবং এই সহযোগিতার হাত আরো প্রসার করে সংস্থাটির সাথে সামনে আরো কাজ করতে চায় তারা।

প্রসঙ্গত, রোহিঙ্গা ও কক্সবাজেরর স্থানীয় মানুষের আবাসন , স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটিশনসহ অন্যান্য বিষয় নিশ্চিত করার লক্ষ্যে গেলো বেশ কয়েক বছর ধরে কাজ করে চলছে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ক্যাম্পে ৪১০০ টি শেল্টার , ১০২৫ টি ওয়াশ ব্লক ১০২৫ টি টয়লেট ব্লক নির্মাণ সহ উক্ত প্রতিটি শেল্টারে মোট ৪১০০ টি অগ্নি নির্বাপক ও ৪১০০ টি সোলার সুবিধা নিশ্চিত করেছে। সেই সাথে স্থানীয় জনগোষ্ঠির জন্য বাংলাদেশ সরকারের গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ডিজাইনে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ৩৪৫ টি গৃহ নির্মাণ করছে হিউম্যান রিলিফ ফাউন্ডেরশন ( এইচ আর এফ)।