শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা শাখা’র আয়োজনে সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এতে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,র্যালি,কোরআন তেলোয়াত, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
দিবসটি উপলক্ষে ২২ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন কুতুবদিয়া শাখার উদ্যোগে উপজেলা চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে বড়ঘোপ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো ইলিয়াস রেজা,বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সভাপতি মৌলানা আবদুল মান্নান, উলামা লীগের সভাপতি মাওলানা জাকারিয়া ফারুকী, লাইব্রেয়ান পাঠাগারের মাওলানা জাফর আহমেদ, মডেল কেয়ারটেকার ইফার মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।
এতে, মাওলানা আজিজুল রহমান, ইদ্রিস কুতুবী,রজি উল্লাহ, ফারুক, আবদুল কুদ্দুস, ইউসুফ কুতুবীসহ উপজেলা বিভিন্ন মসজিদের দু’ শতাধিক খতীব, ইমাম ও মোয়াজ্জিনরা সহ গণ্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কোরানে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান দেয়া আছে। মুসলমানদের এ সুন্দর বিধান মেনে চলতে হবে। কোন খারাপ কাজ করা যাবে না। মানুষ হত্যা করা যাবে না, মানুষ হত্যা মহাপাপ। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে বিরত থেকে সবাইকে সজাগ হতে হবে। কেউ জঙ্গিবাদে জড়বেন না, কখন কোন গুজবে আপনারা কান দিবেনা। জাতির জনক বঙ্গবন্ধু ইসলামের বিশুদ্ধ চর্চা করতেন, তিনি ইসলামিক ফাউন্ডেশন নিজ হাতে গড়ায় আমরা গর্ববোধ করি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।