আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিন বনবিভাগ ও পুলিশের যৌথ প্রচেষ্টায় সাগরের পাশে বালিয়াড়িতে পুঁতে ফেলা হয়েছে।
সূত্র জানায়,কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পাটোয়ারটেক সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত ডলফিন। রোববার বেলা ১১টার দিকে সৈকতের বালিয়াড়িতে মৃত ডলফিনটি দেখতে পান স্থানীয়রা।
স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা বলেন, জোয়ারের পর পাটোয়ারটেক (পাথররাণী) সৈকতে মৃত ডলফিন পড়ে থাকতে দেখা যায়। পরে বনবিভাগকে জানানো হলে বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে তা সৎকারের ব্যবস্থা করা হয় । দুই বা তিন দিন আগে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে মারা গেছে তা এখন বলতে পারছি না।
স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন জুয়েল বলেন, পর্যটক ও উৎসুক স্থানীয় লোকজন ভেসে আসা মৃত ডলফিনটি দেখতে ভিড় করছেন। ডলফিনটি দেখতে পেয়ে বনবিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে জানানো হয়।
কক্সবাজার দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে বনবিভাগের একদল কর্মী ও পুলিশের যৌথ সহযোগিতায় সৈকতের বালিয়াড়িতে মৃত ডলফিনটি পুঁতে ফেলা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের শুরুর দিকে কক্সবাজারের দরিয়ানগর সৈকত এলাকায় ভেসে এসেছিল বিশালকার দুটি ডলফিন। কয়েক দিনের ব্যবধানে কাছাকাছি এলাকায় ডলফিন দুটি ভেসে এসেছিল।