আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের একটি টীম অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ও ১কেজি আইস উদ্ধার করেছে। মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২২মার্চ) রাতে একটি মাদক বিরোধী অভিযান পরিচালানা করা হয়।
টেকনাফ উখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা গনমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান যে, কতিপয় রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিক ফিশিং ট্রলারে করে বাংলাদেশে ইয়াবা আনার চেষ্টা করছে। এমন খবরের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম স্পিডবোট যোগে বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান করে। তথ্য মোতাবেক ট্রলারটি গতরাতে সেন্টমার্টিনের পূর্ব উপকূলের দিকে আসার চেষ্টা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যায়। ট্রলারটি তল্লাশি করে ১লাখ পিস ইয়াবা ও ১ কেজি আইসউ দ্ধার করা হয়।
এসময় মাদক পাচারে ব্যবহৃত ফিশিং ট্রলারটি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা, আইস ও ফিশিং ট্রলারের আনুমানিক মুল্য ৮ কোটি ৫ লাখ টাকা।
তিনি আরো জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেস্টা চলছে।