সিবিএন:
মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকে পড়া ৪১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ।
বুধবার (২৩ মার্চ) সকালে মিয়ানমারের মংডুতে এসব বাংলাদেশি নাগরিকদের ফেরত আনতে বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক ও আলোচনার পর তাদের ফেরত আনা হয়।
আজ বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
ফিরে আসা এসব বাংলাদেশিরা হলেন— নুর সম, মো. আলম, করিম উল্লাহ, মো. রকি, জানে আলম, বাজু মিয়া, মুজিব উল্লাহ, সুলতান, আহমেল, মকুল মাঝি, হারমনি ত্রিপুরা, ছেহে ত্রিপুরা, ডানিয়েল ত্রিপুরা, থোয়াই লা চাই, সিটিং ইউ মারমা, থোয়াই ল চিংমারমা, সাধু অং মারমা, গ্লি সুইচিং মারমা, পাই সা থুই মারমা, আলী আহমেদ, ইমরান হোসাইন, নুর কাশেম, জাকির হোসাইন, নুরুল আবছার, মো. সিরাজুল, সাদ্দাম হোসাইন, আল রশিদ, মোহাম্মদ সাকি, মং থিং মারমা, চাইলা মারমা, উসাপ্রু মারমা, নথিমং মারমা, মংলংচিং মারমা, হউ মং চিং, হালিমা খাতুন, উছাই মারমা, হালা উৎ, চাইন ডু অং মারমা ও মংলা মারমা।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের আটকের ঘটনা ঘটেছে। এদের মধ্যে মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে মুক্তি দেওয়া হয়েছে অনেককে।
বিজিবির এই কর্মকর্তা জানান, ফিরে আসা এসব নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে । পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।