সংবাদদাতা
কক্সবাজারের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরক্বম তাহফিজুল কুরআন মাদরাসার শবিনা (এক নাগাড় ৩০ পারা মুখস্থ শোনানো) অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার (২৩ মার্চ) বাদে মাগরিব লালদিঘি পাড়স্থ শাখায় শবিনা উদ্বোধন করেন হুফফাজুল কুরআন সংস্থা ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা জাফর আলম।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজির সভাপতিত্বে অনুষ্ঠানে অভিভাবক মাওলানা হাফেজ সিরাজুল হকসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বছর হেফজ রিভিশন বিভাগের ১৪ জন শিক্ষার্থী ৩০ পারা কুরআন এক বসাতে শোনানো আরম্ভ করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ সমাপ্ত হবে।
এরপর সবাইকে নিয়ে আখেরি মোনাজাত করা হবে বলে জানান হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।